লেখার ডাগর মাঠ


রবিবার, ডিসেম্বর ২৫

ধর্ম


কে বলে ধর্ম হত্যা করতে শেখায় ? যদি বল ধর্মের আরএক নাম হত্যা । তবে মানিনা সেধর্ম । যদি ধর্ম মানুষ হতে না শেখায় সেধর্ম মানিনা । খুন হত্যা দিয়ে ধর্ম প্রতিষ্ঠান ? মানিনা সেধর্ম ।

মানুষ না বাঁচলে ধর্ম টেকেনা । মানুষ না বাঁচলে সমাজ ও সভ্যতা টেকেনা । বৃষ্টি ঝর্ণা না থাকলে যেমন নদি বিলিন হয়ে যায় । মেঘের দিকে তাকিয়ে দেখ । সূর্য কি ভাবে নিজেকে স্নান করাতে বৃষ্টিকে আহ্বান করে ।
ভুলের কাছে আত্মসমারপন কর । ইতিহাস ঘৃণা জানাবে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন