লেখার ডাগর মাঠ


সোমবার, ডিসেম্বর ২৬

শব্দ

অনেক কথা শব্দের মধ্যে
মাছ হয়ে খেলে সৌখিন অ্যাকুরিয়ামে ।

চৈত্রধূলা অবির হয়ে উড়ে -
ঝড়কে কুড়িয়ে আনতে
বন , মরুভূমি , সমুদ্র চোরাবালি
ভেঙ্গেচূড়ে মনে করিয়ে দেয়
হাজার বৈশাখের মিষ্টি কাণ্ডকীর্তি ।

দূর্ভিক্ষ জ্যোৎস্না নিথর আল পথে
সমাবেশ আলো-ছায়া , দোলে পেণ্ডুলাম ।
বাতাসের শ্বাস-প্রশ্বাস ,কুমারী বায়ুতে
গল্প শুধিয়ে বলে ,
তুমি বাতাস
আমি শ্বাস ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন