লেখার ডাগর মাঠ


শনিবার, ডিসেম্বর ২৪

বিগত একুশ বছর

আমার শারীরিক অক্ষমতার বুকে
করতোয়া নদী সাঁতারের দাগ ক্ষয়ে যায়
ক্রমশ স্পষ্ট হতে হতে
বৃষ্টি স্ফটিক ঝর্ণায় অন্ধ তরঙ্গে ।
রুগ্নতা নয় , আমার আত্মবিশ্বাস
কে বলতে পারে ভাগ্যহত দোহাইটুকু
হিম অদ্র চুমু ।

জীবনের উত্তরণ সহজ ছিল না গল্পে
একটি রুগ্ন পা , লতায় জড়ানো জবুথবু
হারাতে হত গল্পমাঠ , তাতে রেখাচিত্র বাঁক
ভালবাসা খুঁজেছি ,গরম পথহীন উপকূলে
একটি মিষ্টি দাগ , একটি নীরব শব্দ আজ ।

জন্ম কবি নয় ,ঠোঁটের উৎসে লিখি
দেশ , বোধ , বন্ধত্ব ধূলিপদে কবিতা
কলমের দাগ ,এ যেনো জীবনের দাগ
সবি তো ফুরিয়েছে ,যৌবন , সুহৃদ ,মাতৃকণা
ধারণ করেছ ধ্রবক সন্ধ্যাবায়ু ,রাতটুকু বাকি ।

কেউ কেউ বাধে ঘর
ঘরময় কোজাগরী জেনেও ।
আমার শহরে আমি একা , প্রজননহীন
বন্ধাত্বা রক্তশিরায় ভীরু সুগন্ধি ঠাসাঠাসি ।

সব শেষে , যেখানে শেষ নেই
প্রতিদিন যে আমাকে ঘুম ভাঙ্গায়
সে আমার ক্ষয়িত স্তব্ধ হেমলক
যা আমার বিগত শেরপুর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন