লেখার ডাগর মাঠ


বুধবার, নভেম্বর ২৮

জলের দিকে তাকালাম

জলের দিকে তাকিয়ে
সমুদ্রের মুখ দেখি
মাছেদের চোখে বসে বসে ।

তরঙ্গ আমায় কাঁদায়
ধবধবে নোনা ফেনায় ।
সমতল ভাঙা ঢেয়ে ঢেয়ে
কষ্ট কিনি শেওলা ফুল বাড়িয়ে ,

আশে পাশে তোমরা কে আছো
আমি দাঁড়িয়ে অসমুদ্র হিমাচলে
রক্তাক্ত কুরু অশ্বথ্থামা হয়ে
মিথ্যা মৃত্যুর কষ্ট কিনে নিই

বৃহস্পতিবার, নভেম্বর ২২

ফাংশন কী-এর কা F1 - F12

F1 এর ব্যবহার
এই কী টি সাধারণত সাহায্যকারী কী হিসেবে ব্যবহৃত হয়। যেকোন প্রোগ্রাম চালানোর সময় এই কী প্রেস করা হলে, ওই প্রোগ্রাম এর সাহায্যকারী উইন্ডো খুলবে।

F2 এর ব্যবহার
এই কী টি কোন ফাইল বা ফোল্ডার পুন:নামকরণের জন্য ব্যবহার করা হয়। আপনি যে ফাইল বা ফোল্ডারটি পুন:নামকরণ করতে চান, সেটিকে নির্বাচন করে, এই কী টি চাপলে আপনি ওই ফাইল বা ফোল্ডারটি পুন:নামকরণ করতে পারবেন।
মাইক্রোসফট ওয়ার্ড – এ Alt+Ctrl+F2 চেপে আপনি একটি নতুন ডকুমেন্ড চালু করতে পারবেন। Ctrl+F2 চাপা হলে আপনাকে প্রিন্ট প্রিভিউ দেখানো হবে।

F3 এর ব্যবহার
এই কী সাধারণত সার্চ অপশন টি চালু করার জন্য ব্যবহার করা হয়। আপনি এই কী প্রেস করলে একটি সার্চ উইন্ডো আসবে সেখানে ইচ্ছামত সার্চ করতে পারবেন। অন্যান্য প্রোগ্রামও আপনাকে এই সুযোগ দিতে পারে।

F4 এর ব্যবহার
এই কী ব্যবহার করে আপনি মাইক্রোসফট ওয়ার্ড এ সর্বশেষ কাজটির পুনরাবৃত্তি করতে পারবেন। (২০০০ + শব্দ)। আপনার কম্পিউটারের সকল চালুকৃত প্রোগ্রাম একইসাথে বন্ধ করার জন্য আপনি প্রেস করতে পারেন Alt+F4। আপনার কম্পিউটারের সকল চালুকৃত উইন্ডো বন্ধ করতে আপনি প্রেস করতে পারেন Ctrl+F4।

F5 এর ব্যবহার
এই ১২ টি ফাশংন কী এর মাঝে এই কী-টির সাথেই সবাই বেশি পরিচিত। কারণ এই কী-টি দিয়েই সবাই কম্পিউটারকে সহজেই রিফ্রেশ করতে পারি। এই কী দ্বারা আপনি আপনার ওয়েব ব্রাউজার এর পেজ রিফ্রেশ করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড এ এই কী প্রেস করলে খুজে পাবেন “Find, Replace, Go To” এই মেনুটি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এই কী চাপলে স্লাইড শো আরম্ভ হবে।

F6 এর ব্যবহার
ইন্টারনেট ব্রাউজ এর সময় এড্রেস বার এর এড্রেস এডিট করার জন্য এই কী ব্যবহার করতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ড এ কাজ করার সময় আপনি যদি একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করেন, তখন একটিতে কাজ করার সময় যদি অন্যটিতে যাওয়ার প্রযোজন হয় তাহলে শুধু Ctrl+Shift+F6 প্রেস করুন।

F7 এর ব্যবহার
মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করার সময় এই কী প্রেস করে আপনি “Create Browsing” চালু ও বন্ধ করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড এ এই কী-টি প্রেস করলে প্রোগ্রাম আপনার লিখার “Spelling and Grammars” চেক করবে। আপনি যদি Shift+F7 প্রেস করেন তাহলে মাইক্রোসফট ওয়ার্ড এর ডান সাইটে একটি “Research Menu” আসবে।


F8 এর ব্যবহার
আপনি কম্পিউটার চালু করার সময় যদি সেইফ মুডে “Safe Mode” আপনার কম্পিউটারে প্রবেশ করতে চান তাহলে আপনাকে এই কী প্রেস করতে হবে।

F9 এর ব্যবহার
এই কী “Quark 5.0.” এ “Measurement Toolbar” চালু করে।

F10 এর ব্যবহার
এই কী প্রেস করা হলে, তা আপনার চালুকৃত প্রোগ্রাম বা উইন্ডো এর মেনুবার খুজে বের করবে। আপনি যদি Shift+F10 প্রেস করেন, তবে তা আপনার মাউসের ডান বাটনের কাজ করবে। F10 কী আপনাকে Hidden recovery partition এ এক্সেস দিবে। (শুধুমাত্র HP & Sony এর কম্পিউটার সমূহের জন্য)।

F11 এর ব্যবহার
এই কী আপনাকে ওয়েব ব্রাউজ করার সময় আপনার ব্রাউজারকে ফুলস্ক্রিন মুডে নিয়ে যাবে। Ctrl+F11 কী প্রেস করলে আপনি Hidden Recovery Partition এ এক্সেস পাবেন। (ডেল এর কম্পিউটার এর জন্য প্রযোজ্য)।

F12 এর ব্যবহার
এই কী প্রেস করলে মাইক্রোসফট ওয়ার্ডে Save as মেনু ওপেন হয়। Shift+F12 প্রেস করলে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা ডকুমেন্টটি সরাসরি সেভ করা যায়।

Ctrl+Shift+F12 প্রেস করলে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের যেকোন ডকুমেন্ট প্রিন্ট করতে পারবেন।

বুধবার, নভেম্বর ২১

কিবোর্ডে শর্টকাট

Ctrl + A
ডকুমেন্টে সকল লেখা ও অবজেক্ট গুলোকে একবারে সিলেক্ট করতে এই শর্টকার্ট কী ব্যবহার করত হয়।

Ctrl + B
লেখাকে বোল্ড করতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে অবশ্যই লেখাকে সিলেক্ট করে নিতে হবে।

Ctrl + C
লেখাকে কপি করতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়। সে ক্ষেত্রে অবশ্যই লেখাকে সিলেক্ট করে নিতে হবে।

Ctrl + D
Font ডায়ালগ বক্সটি পেতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে।

Ctrl + E
কারসর পয়েন্টারকে Center পজিশনে রাখতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়।

Ctrl + F
ডকুমেন্টে কোন ওয়ার্ড সার্চ করার জন্য, এবং কোন কোন পেইজে সেই ওয়ার্ড টি আছে সেখানে যাবার জন্য এই শটকাট টি ব্যবহার করতে হয়।

Ctrl + G
Find & Replace ডায়ালগ বক্সের Go To ট্যাবে যেতে এই শটকাট টি ব্যবহার করতে পারবেন।

Ctrl + H
Find & Replace ডায়ালগ বক্সের Replace ট্যাবে যেতে এই শটকাট টি ব্যবহার করতে পারবেন।

Ctrl + I
লেখাতে ইটালিক ডিজাইন ব্যবহার করতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে অবশ্যই লেখাকে সিলেক্ট করে নিতে হবে।

Ctrl + J
এল্যাইনমেন্ট অপশনের Justify এল্যাইন নেয়ার জন্য এই শটকাট টি ব্যবহার করতে হয়। এবার Justify এল্যাইন উঠিয়ে ফেলার জন্যেও এই শটকাট কমান্ড ব্যবহার করতে হয়।

Ctrl + K
হাইপারলিংক ব্যবহার করতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে।

Ctrl + L
এল্যাইনমেন্ট অপশনের Left এল্যাইন নেয়ার জন্য এই শটকাট টি ব্যবহার করতে হয়। এবার Left এল্যাইন উঠিয়ে ফেলার জন্যেও এই শটকাট কমান্ড ব্যবহার করতে হয়।

Ctrl + M
বামদিক থেকে প্যারাগ্রাফ Indent করতে এই শটকাট টি ব্যবহার করতে হয়।

Ctrl + N
নতুন ফাইল নিতে চাইলে শর্টকার্ট কী ব্যবহার করতে হবে।

Ctrl + O
ডকুমেন্ট লাইব্রেরী ওপেন করতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে।

Ctrl + P
কোন ডকুমেন্টকে প্রিন্ট করতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করলে প্রিন্ট করার ডায়ালগ বক্সটি পেয়ে যাবেন।

Ctrl + Q
প্যারাগ্রাফে যদি কোন ফরম্যাট ব্যবহার করা থাকে তাহলে, প্যারাগ্রাফে ফরম্যাট Remove করতে এই শটকাট টি ব্যবহার করতে পারবেন।

Ctrl + R
এল্যাইনমেন্ট অপশনের Right এল্যাইন নেয়ার জন্য এই শটকাট টি ব্যবহার করতে হয়। এবার Right এল্যাইন উঠিয়ে ফেলার জন্যেও এই শটকাট কমান্ড ব্যবহার করতে হয়।

Ctrl + S
লিখিত ডকুমেন্টকে সেভ করতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়।

Ctrl + T
Left Indent কে হাফ ইন্চি করে ডানদিকে সরিয়ে নিতে ব্যবহৃত হয়।

Ctrl + U
লেখার নিচে আন্ডার-লাইন দিতে কিংবা উঠিয়ে দিতে এই শটকাট কী ব্যবহার করতে পারবেন।

Ctrl + V
কপি বা কাট করা লেখাকে স্থাপন করতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়।

Ctrl + W
একটিভ ফাইল কে ক্লোজ করতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়।

Ctrl + X
লেখাকে কাট করতে অর্থাৎ সম্পূর্ণ লেখাকে এক স্থান থেকে উঠিয়ে অন্য স্থানে ব্যবহার করতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়। সে ক্ষেত্রে অবশ্যই লেখাকে সিলেক্ট করে নিতে হবে।

Ctrl + Y
কোন কিছু আনডু করলে আবার আগের অবস্থায় যাবার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ রিডু

Ctrl + Z
এটি মূলত আন্ডু করার কমান্ড, ভুল কমান্ড করে অথবা সাধারণ ভাবে পূর্বের অবস্থানে ফিরে আসতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়।

Ctrl + Shift + A
ইংলিশ ডকুমেন্টের সকল লেখাকে Capital করতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে।সে ক্ষেত্রে অবশ্যই লেখাকে সিলেক্ট করে নিতে হবে।

Ctrl + Shift + C
লেখাতে যদি কোন প্রকার ফরম্যাট ব্যবহার করা থাকে তাহলে সেই ফরম্যাটটি কপি করতে এই শটকাট কমান্ডটি ব্যবহার করতে পারবেন।

Ctrl + Shift +V
কপি করা ফরম্যাটকে পেস্ট করতে এই শটকাট টি ব্যবহার করতে হবে।

Ctrl + Shift + D
লেখার নিচে ডাবল আন্ডার লাইন নিতে চাইলে এই শটকাট ব্যবহার করতে পাবেন।

Ctrl + Shift + H
Text ফরম্যাটিং কে হাইড করতে এই শটকাট টি ব্যবহার করতে পারবেন।

Ctrl + Shift + K
ইংলিশ ডকুমেন্টের সকল লেখাকে Capital করতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে।সে ক্ষেত্রে অবশ্যই লেখাকে সিলেক্ট করে নিতে হবে।

Ctrl + Shift + W
লেখাতে কোন স্পেস না রেখেই আন্ডার লাইন ব্যবহার করতে এই শটকাট টি ব্যবহার করতে পারেন।

Ctrl + F6
যদি একাধিক ওয়ার্ড ডকুমেন্ট ওপেন থাকে তাহলে এই শর্টকার্ট কী ব্যবহার করে সহজেই ওপেন কৃত এক ডকুমেন্ট হতে অন্য ডকুমেন্টে যেতে পারবেন।

Page Down
কারসর পয়েন্টারকে পেজের Top অংশ থেকে Bottom অংশে নেয়ার জন্য এই শর্টকার্ট কী ব্যবহার করতে পারবেন।

Page Up
কারসর পয়েন্টারকে পেজের Bottom অংশ থেকে Top অংশে নেয়ার জন্য এই শর্টকার্ট কী ব্যবহার করতে পারবেন।

Ctrl + End
কীবোর্ডের এই শর্টকার্ট কী ব্যবহার করে কারসর পয়েন্টারকে জাম্প করে খুব সহজেই পেইজের সবচেয়ে Bottom অংশে নিয়ে যেতে পারবেন।

Ctrl + Home
কীবোর্ডের এই শর্টকার্ট কী ব্যবহার করে কারসর পয়েন্টারকে জা

Windows Logo+ M: সব প্রোগ্রাম মিনিমাইজ করা।

...................... .....................

দ্রুত কাজ করার জন্য কিবোর্ডের দারুন কিছু সর্টকাট টিপস:-

CTRL+C (Copy)

CTRL+X (Cut)

CTRL+V (Paste)

CTRL+Z (Undo)

DELETE (Delete)

SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)

SHIFT + DELETE (আইটেমটি রিসাইকেল বিনতে আইটেমটি সরিয়ে স্থায়ীভাবে মুছুন)

CTRL+A (Select all)
F3 key (Search for a file or a folder)
CTRL + A (সব নির্বাচন করুন)
F3 কী (একটি ফাইল বা ফোল্ডার অনুসন্ধান করুন)

ALT+ENTER (View the properties for the selected item)

ALT+F4 (Close the active item, or quit the active program)
(সক্রিয় আইটেমটি বন্ধ করুন, অথবা সক্রিয় প্রোগ্রামটি ছেড়ে দিন)

ALT+ENTER (Display the properties of the selected object)

ALT+SPACE BAR (Open the shortcut menu for the active window)
ALT + স্পেস বার (সক্রিয় উইন্ডোটির জন্য শর্টকাট মেনু খুলুন)

CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents open simultaneously)

CTRL + F4 (প্রোগ্রামগুলিতে অ্যাক্টিভ ডকুমেন্ট বন্ধ করুন যা আপনাকে একযোগে একাধিক নথি খুলতে সক্ষম করে)

ALT+TAB (Switch between the open items)

F6 key (Cycle through the screen elements in a window or on the desktop)

CTRL while dragging an item (Copy the selected item)

CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)

CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)

CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)

CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)

CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)

CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)

SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in document)

SHIFT+F10 (Display the shortcut menu for the selected item)

CTRL+ESC (Display the Start menu)
CTRL + ESC (স্টার্ট মেনু প্রদর্শন করুন)

ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu)

Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command)

F10 key (Activate the menu bar in the active program)
F10 কী (সক্রিয় প্রোগ্রামে মেনু বার সক্রিয় করুন)

RIGHT ARROW (Open the next menu to the right, or open a sub-menu)

LEFT ARROW (Open the next menu to the left, or close a sub-menu)

F5 key (Update the active window)
F5 কী (সক্রিয় উইন্ডো আপডেট করুন)

BACKSPACE (View the folder one level up in My Computer or Windows Explorer)

ESC (Cancel the current task)

SHIFT when you insert a CD-ROM into the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing)

বিজয় বায়ান্নো


Font : sottonyMJ
            ↓
      clt+alt+B

এখন জেনে নিই বিজয় কিবোর্ড দিয়ে বাংলা লিখতে কোন বর্ণের জন্য ইংরেজি কোন লেটার ব্যবহার করা হয়।

► স্বরবর্ণ:
→ অ = Shift+F
→ আ = G+F
→ ই = G+D
→ ঈ = G+(Shift+D)
→ উ = G+S
→ ঊ = G+(Shift+S)
→ ঋ = G+A
→ এ = G+C
→ ঐ = G+(Shift+C)
→ ও = X
→ ঔ = G+(Shift+X)

► ব্যঞ্জনবর্ণ:
→ ক = J
→ খ = Shift+J

→ গ = O
→ ঘ = Shift+O

→ ঙ = Q

→ চ = Y
→ ছ = Shift+Y

→ জ = U
→ ঝ = Shift+U

→ ঞ = Shift+I

→ ট = T
→ ঠ = Shift+T

→ ড = E
→ ঢ = Shift+E

→ ণ = Shift+B

→ ত = K
→ থ = Shift+K

→ দ = L
→ ধ = Shift+L

→ ন = B

→ প = R
→ ফ = Shift+R

→ ব = H
→ ভ = Shift+H

→ ম = M

→ য = W

→ র = V

→ ল = Shift+V

→ শ = Shift+M

→ ষ = Shift+N
→ স = N

→ হ = I

→ ঢ় = P

→ য় = Shift+W

→ ৎ = Shift+/

→ ং = Shift+Q

→ ঃ = /

→ ঁ = Shift+7

► অন্যান্য:
→ া = F

→ ি = D
→ ী = Shift+D

→ ু = S
→ ূ = Shift+S

→ ৃ = A

→ ে = C
→ ৈ = Shift+C

→ ৌ = Shift+X

→ রেফ = Shift+A

→ হসন্ত = G
→ দাড়ি = Shift+G

→ র-ফলা = Z
→ য-ফলা = Shift+Z
ুণী ৯ অগাস্ট ২০১৬

স্বরবর্ণ:

অ= Shift+F,
আ= G +F, ই=G+D, ঈ=G+(Shift+S) , উ=G+S , ঊ=G+(Shift+S) , ঋ= G+A, এ= G+C ঐ=G+(Shift+C), ও=X, ঔ=G+(Shift+X),

যুক্তাক্ষর:

ত্র= k+Z,
ক্ত= J+G+k,
জ্ঞ= U+G+(shift+I)
ঞ্চ=(shift+I)+G+Y,
ক্ষ= J+G+(shift+N),
ত্থ= K+G+(shift+K)
ষ্ণ=(shift+N)+ G+(shift+B),
ক্ষ্ম= J+G+(shift+N)+G+M ,
হ্ম= I+G+M
ঞ্জ=(shift+I)+G+U,
ঙ্গ= Q+G+O