লেখার ডাগর মাঠ


রবিবার, ডিসেম্বর ২৫

ইণ্ডিয়াতে যারা বাস করে তারা ইণ্ডিয়ান

১২০৪ খ্রীস্টাব্দের পূর্ববর্তী পর্যায়
খ্রীস্টিয় দশম শতকের দিকে মগধী অপভ্রংশের খোলস ছেড়ে বাংলা ভাষা প্রথম বেরিয়ে আসে ৷ এ পর্যন্ত আবিস্কৃত তথ্য অনুসারে এ ভাষায় প্রথম সাহিত্যকৃর্তী চর্যাপদ বৌদ্ধসিদ্ধচার্যদের সৃষ্টি ৷ তখন দেশে যথেষ্ট সংখ্যক বৌদ্ধ বসবাস করত ৷

কিন্তু পরবর্তি সেনরাজারা ছিল ঘোর ব্রাক্ষ্মণ্যবাদী ৷ তার ফলে ব্রাহ্মণদের বহুগুন দাপট বেড়ে গিয়েছিল ৷ তবে তখনও বৌদ্ধরা ছিলেন ৷ ছিলেন জৈন এবং আজীবীক ধর্মের লোকেরাও ৷ বাংলার অনেক লোক তখনো প্রাচীন কৌলধর্ম অনুসরণ করে চলেছেন ৷ কিন্তু কেউ কাউকে এবং নিজেরাও নিজেদের হিন্দু বলতেন না ৷ তখন এদেশের লোকদের হিন্দু বলে অভিহিত করলেন ৷
পারসী বা ফারসী ভাষায় স-উচ্চারণ 'হ' হয়ে যায় ৷ তাই তাঁদের উচ্চারণে সিন্ধু হয়ে যায় হিন্দু ৷ সে নদী যে দেশের উপর দিয়ে বয়ে যায় তা হিন্দুস্থান , এবং সেখানে যারা বাস করে তাঁরা হিন্দু ৷ এই সিন্ধু নদের নাম থেকেই ইণ্ডিয়া নামও এসেছে ৷ গ্রীক ভাষায় সিন্ধু হয়ে যায় ইণ্ডু ৷ সেই ইণ্ডু থেকে ইণ্ডিয়া এবং ইণ্ডিয়াতে যাৱা বাস করেন তাঁরা ইণ্ডিয়ান ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন