লেখার ডাগর মাঠ


শুক্রবার, ডিসেম্বর ৩০

বিকেলের রঙ


শীতের দাঁতে আলতু কামুড় নলেন গুড়ের মজা
বারদুয়ারীর হাটের ভিড়ে খেতাম তিলের খাজা ।

সকাল বেলায় খেঁজুর রসে
শীতের রোদ্দুর থাকত বশে

বুকের মধ্যে শেরপুর জ্বলে,শীতের উমের সাজা ।

“আমার যাবার সময় হলো” নজরুলের গান

ক্যালেণ্ডারের রেড লেটারটি সৌরভের শেষ রান ।

বাবার মত চলে গেল ,গেল দু হাজার ষোলো

ভাল-মন্দ যা আছে সব মান্নাদের গানে রইল

আমার চেনা গলি বেরে ওঠা শেরপুরিয়া প্রান ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন