লেখার ডাগর মাঠ


শনিবার, মার্চ ১২

একদিন ঈশ্বরের বদলে, বিজ্ঞান পৃথিবী শাসন করবে

যুদ্ধ মানুষ করে, আর ঈশ্বর তামশা দেখে । কেনো না ন্যায় অন্যায় বোধে হার-জিৎ থাকে না, হার-জিৎ ক্ষমতাবানের পক্ষে । সে কথা সবাই জানে ।

এ যুদ্ধে ঈশ্বরের কোন ভূমিকা নেই । কে অন্যায় করলো ,কে কাকে বিনা কারণে মারল তার কোন হিসাব ঈশ্বরের কাছে বোধহয় নেই । থাকলে যে ইংরেজরা এত অত্যাচার করার পরও তারা আজ কতই না উন্নত ও অর্থবান । ভাবলে ঈশ্বরের ভূমিকা স্পষ্ট হয়ে যায় । যারা একদিন হিরোসীমা নাকাশাকি ঘটিয়েছিল ,তাদের ঈশ্বর শাস্তির বদলে পৃথিবীকে শাসন করার ক্ষমতা দিয়েছেন । কি অদ্ভূত তাই না , ঈশ্বরের বিচার । যে ইহুদীরা এত অত্যাচারি বলে ভাবেন । ঈশ্বর তাদেই বা কি বিচার করেছেন । বরং তারা এতটাই ক্ষমতাবান সারা বিশ্ব তাদের সমিহ করে চলে । কি বলেন ? তাই না??

”একদিন ঈশ্বরের বদলে, বিজ্ঞান পৃথিবী শাসন করবে ।"