লেখার ডাগর মাঠ


শুক্রবার, নভেম্বর ১৩

অাপন‌ি এখন শাসক

আপনি এখন শাসক দল

আপনি মহৎ । আমি মহৎ ।
এবছর মহৎ কাজ কই ।
আপনি পর্নোগ্রাফি দেখেন , পড়েন
রাস্তায় চলা টিনগার্ল দেখেন । মাতাল হন ।
আপনি কি নারি নির্যাতনের বিরুদ্ধে ভাষণ দেন ?

অনেকবার দেখেছি ।
দেখেছি বুদ্ধিজীবির মিছিল ।
অনশন দেখেছি । হরতাল দেখেছি ।
অনশন দেখেছি । দেখছি হাততালি ।
এই পলি আর নোনাভূমিতে
আমরা বোকাগাধারা তা শুধুই দেখেছি ।
অনুরোধের পর অনুরোধ করেছেন ।
আমরা বোকাগাধারা শুধুই তা দেখেছি ।

বারটা মাস আমাদের ব্যস্ত রেখেছেন ;
অপরিশ্রমি অাত্মজীবিকায় ।
আমাদের মৃতদেহ তাও দেখেছে ।
কিন্তু , শুনতে পায়নি ।কারণ-
আপনি আমাদের কানদুটো অনেক
আগেই কেটে দিয়েছিলেন ।

এবছর মহৎ কাজ কই ।
আপনি মহৎ । আমি নির্বোধ ।
দেখতে পেলেও , শুনতে পায়না এখন
আপনি কি বলেন ।

ক্ষমা করবেন নিজগুণে
আমাদের কানদুটো যদি কখনও
বিশ্বাস ঘাতকতা করে ।
আপনি মহৎ বলেই বলছি ।


Kajal

এ কেমন সংবিধান


♥ বৃ ষ্টি ক থা ♥

বাতাসে কবর খোঁড়ি
মেঘ থেকে খসে পড়ে শরৎ
হাঁটতে শেখায় পায়ে পায়ে একটি পথ
ভোরের স্বপ্ন ঝরঝরে তরতরে
বৃষ্টি হয়ে খুলে যায় তোমার পাশাপাশি

আমার সঙ্গে তুমি
মেঘের ফাঁকে জলের নদী টুপটাপ
ঝলসানো মন তবুও প্রতীক্ষা
ঘড়ির কাঁটা হেঁটে চলে
সময় আসার পিছুপিছু……

শেষ পর্যন্ত তুমি এলে
সমস্ত উৎসবকে বুকের মধ্যে স্বপ্ন করে
তোমার স্বপ্নর একটা শোবার জায়গা
সময় আসার খেলা
দরজা ধরে আটকায় মুখোমুখি দুজনকে

আমরা দুজনই দুজনার যৌনতা খুঁজি
জড়িয়ে ধরি, ঠোঁটের মধ্যে ঠোঁট নেই
তোমার থুতু চরম সুধায় সুস্বাদে
মিশে যায় আমার মুখের ভিতর
তোমার জিহ্বার উত্তাপ; নিবিড়
আত্মসমর্পন শেখায় অনুবিক্ষন দূরত্বে

এরপর… আমার টোটাল চোখের মধ্যে
শুধু তুমি কাঁচের জলে নূপুর হয়ে বেজে ওঠো
অন্ধকার ভ্রূণে বীজ রোপন করি
সূর্যের ছায়া আল্পনা পাশাপাশি

রক্ত আলোর সমুদ্রে ঘুম ভাঙ্গে নীলনক্ষত্রের
নীলপুরুষের হাতের মুঠোয় ধরে থাকা স্তন
মুখে পোরে , নিস্তল সোনালী জিব খেলে

তোমার শরীরর ভেঙ্গে চুরে
পাখি জন্মায়
শিশু কবিতার পাপড়ি ওড়ায়
'ভালবাসার…অন্ধদুপুরে লুকিয়ে থাকো 'তুমি''
আমার অবুঝ শরীরের ঘাম থলিতে

আমার নাস্তিকতা অস্বীকার্য কফিন
হাতের মুঠোয় লজ্জা পায়→
অমান্য ধর্মসংস্কার

তবুও তোমাকে সিঁদুর পড়ায়
অবৈধ কে বৈধ করতে ৷

*** বৃষ্টি কথা কাব্যগ্রন্থ
∷∷∷ দেবজ্যোকিকাজল