তোমার হৃদয় আমার কাছে দাও
আমি আমার ভিতরে পথ তৈরি করব ।
♥
রোশম ঘুমের ভাষা
রাত্রি জানে ।
♥
নকল চোখ
নীরব ঘেরা হৃদয়
একটি বিশাল অন্ধকার ঘর
বয়স্ক এবং প্রাচীন মুকুট
★
আমার কবিতার কোন জন্মভূমি নেই
খাতা , কলম জ্ঞাত কবির ব্যাগ নেই ।
নামহীন একটা পাহাড় আছে
সকালের কুয়াশায় ঢাকা
♣
দৌড়াচ্ছে , দৌড়াচ্ছে , দৌড়াচ্ছে
ঘুরছে , ঘুরছে , ঘুরছে
চাকা কখনও বুদ্ধিমান না
সে কখন থামবে জানে না ।
★
আমার পুরনো হৃদয় অনুপস্থিত
আমি শ্বাস কষ্টের সংগ্রাম করছি
♦
একটি দীর্ঘ বৃত্তাকার বছর
আমার জীবনী দিন রাত
পূর্ণিমা আমার সুখের চিহ্ন
দুখের চিহ্ন অমাবস্যা
♣
শিশুর কান্না থেকে মৃত্যুর ঘ্রাণ আসে
সাক্ষ্য বহনে ভুলে যায় মৃত্যু
পৃথিবী ফিরে যায় ঋতুর ছাড়পত্রে
♥
তুমি দেখতে পাবে সূর্যাস্তে
মরাল গোলাপী আকাশ ।
★
আমি একটা অন্ধকার ঘর
আঘাত আমার বৈধ প্রাপ্তি
স্বপ্নগুলো আমার প্রার্থনা
কিছুটা অন্ধকার শাবক