লেখার ডাগর মাঠ


মঙ্গলবার, অক্টোবর ১০

আমি অন্তরায় চলে-গেছি

আমি অন্তরায়ে চলে-গেছি
।। দেবজ্যোতিকাজল ॥

আমি এমন একটি জায়গায় আটকে পড়েছি
যা আর কখনই বদলাবে না
কখনই আর পরিবর্তন হবে না
কখনই আর  বিবর্তন   হবে না ;
হবে না আর , শেষ থেকে শুরু
                      কখনই হয় তো ।

এই শেষ মানে ভিন্ন রকমের ফাঁদ
এই পরিবর্তন মানে অভিন্ন বৈচিত্র্য ।

ভয় ভয় কৌশলীতে
ভয়ঙ্কর সৈনীক গড়ে দেয় ।

একটি নতুন শুরুর মত ভোরে ;
একটি নতুন পটভূমির মত আবাসে ;
একটি নতুন গল্পের মত জীবনিতে ;
শেষ না হওয়া , বাহাদুরির কাহিনীতে ।

একটি অভিযাত্রীসুলভ কাজ ,
শেষ না হয়ে যাওয়া মানে বোঝায় ;
আর-
শেষ হয়ে যাওয়া মানে !
শীঘ্রই অদৃশ্য হয়ে যাওয়া ।
চিরতরে বিদায় । অপরিবর্তনীয় ধ্রুবক ।

তাই-
আমি নতুন বদলে বাঁচতে চাই
বিবর্তিত যুদ্ধ ঘোষণা করে নির্ভয়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন