লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, অক্টোবর ২৬

মানুষের হুস

মানুষ পৃথিবীর মুগ্ধ প্রাণী । আর সেই কারণেই মানুষ নিজেকে উন্নত করে তুলতে পেরেছে । মানুষ নিজেদের কে একটু একটু করে লক্ষ লক্ষ বছর ধরে গড়ে তুলছে । মানুষ সমাজ তৈরি করেছে । সমাজে সম্পর্ক তৈরি করেছে । পরিবার তৈরি করেছে । পরিবার কে আবার বিভিন্ন সম্পর্কের বাঁধনে বেধেছে । বাবা , মা , দাদা , বৌদি , জেঠু , জ্যাঠাই মা , ঠাকুর দা , ঠাকুর মা , কাকা , কাকীমা , মামা , মামী ইত্যাদি ।
সমাজ একদিনে তৈরি হয় নি । যখন মানুষ নিরাপদ মনে করেছে তখন মানুষ সমাজ গড়েছে । সমাজ থেকে পরিবার গড়েছে । মানুষ প্রথমে জোট বেধেছিল । বাঁচার তাগিদে । একদম আত্মরক্ষার তাগিদে । সেই মানুষ সমাজ ভেঙে আত্মকেন্দ্রীক হচ্ছে । পরিবার ভেঙে নিউক্লিয়াস হচ্ছে । যেমন আনন্দ আশ্রম বানিয়েছে । বিপরীতে বৃদ্ধা আশ্রমও বানিয়েছে । এটা বুঝতে অসুবিধা হচ্ছে না যে , মানবতা আন্দোলন নামে একটা আন্দোলন সমাজের মধ্যে অনুপ্রবেশ কেনো করছে । স্পষ্ট বুঝা যায় মানুষ তাঁর বিবেকের চর্চা থেকে ছিটকে পড়েছে । এটা তো সত্য কথা বিবেক তৈরি হয় চর্চার দ্বারা । সে চর্চার ভাটা পড়তেই মানুষের দ্বারে হঠাৎ করে মানবতাবাদী নামে একটা শব্দ সমাজ , পরিবারে ঢুকে গেছে ।
এখন দেখার মানুষ তাকে কি ভাবে গ্রহন করে ।

–নাস্তিক দেব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন