লেখার ডাগর মাঠ


বুধবার, অক্টোবর ৪

বানী

মানুষ যতদিন অবধি ধর্মমত কে ত্যাগ না করবে । ততদিন মানুষ বিভাজন টিকে থাকবে । এই বিভাজন কোনো জ্ঞানের দ্বারাই মিটাবার নয় ।

-নাস্তিকদেব

ঈশ্বর কে চিনতে হ'লে ভাববাদী না হয়ে বস্তুবাদী হোন ।

-নাস্তিক দেব

মানুষ যতদিন অবধি ধর্মমত কে ত্যাগ না করবে । ততদিন মানুষের মধ্যে বিভাজন টিকে থাকবে । এই বিভাজন কোনো জ্ঞানের দ্বারাই মিটাবার নয় ।

-নাস্তিকদেব

বেঁচে থাকাটা যখন বোঝা হয় তখন মৃত্যু ডাকে । বেঁচে থাকাটা যখন আনন্দময় হয় তখন বন্ধুরা ডাকে ।

-নাস্তিক দেব

আমি ঈশ্বর-কে ঘৃণা করি , ঈশ্বর বিশ্বাসী কে নয় ।

-নাস্তিক দেব

অধিকাংশ মামুষ যেহেতু উদ্ভট মানসিকতার অধিকারী । সেহেতু মানুষ সুখ ও শান্তি-কে চিনতে পারে না ।
-নাস্তিক দেব

বিবাহিত মেয়েরা কপালের সিঁদুরকে দেহের রক্ত মনে করেন । আর সেই কারণেই একজন চাকুরিরত মহিলাও সমাজ ও ধর্মের কাছে অসহায় ।

-নাস্তিক দেব

আলোচনা-সমালোচনা রাগারাগীর পর্যায়ে না নিয়ে গিয়ে জ্ঞানের পর্যায়ে নিয়ে গিয়ে ,নিজেকে জ্ঞানীর পরিচয় দিয়ে জ্ঞানী হওয়া যায় ।

-নাস্তিক দেব

নারী মুক্তির জন্য ধর্মমত ও উপাসনালয় সবচেয়ে বড় হোঁচটের কারণ ।

-নাস্তিক দেব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন