লেখার ডাগর মাঠ


শুক্রবার, অক্টোবর ৬

হাসির দূরে , ঠোঁট থেকে ওড়ে

হাসির দূরে , ঠোঁট থেকেড়ে
দেবজ্যোতিকাজল

    

       দুঃখের এই তরঙ্গ
চাঁদ ভরা প্রান্তিক অশ্রু সকাল ।
  আমার অসাড় দেহের উপর
   শান্ত নির্জন-বিরক্তি ঝরায় ।

       দুঃখের এই তরঙ্গ
আমার নিশাচর হাসি দূরত্ব মাপে ।
অবিরাম ঝরে-পড়ে শব্দ লাভা বিহ্বল
      আমি জীবন-কে ভালবাসি
আরও একটি কবিতা লিখব বলে,
কিন্তু-
বিরাগ দেখায় দুর্ভাগ্য শোক ।

 
          দুঃখের এই তরঙ্গ
গীটারের তারে ছিড়ে গেছে
                            কার্ডিনাল গানে ।
    এই দুর্বার সুর বায়ু ফুসফুস
       ধীরে ধীরে চুপসে গেছে-
      একটি খালি বাক্সের মত ।

       কে তুমি !
     তোমার এই নরম পালকের উপর
নতুন পুরনো হিসেব কোষে কাঁদাও ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন