লেখার ডাগর মাঠ


বুধবার, অক্টোবর ৪

রোহিঙ্গাদের নিয়ে

রোহিঙ্গারা জন্মভূমির জন্য আবেগ প্রবণ হয়ে কেঁদে দিচ্ছে । বিডি’র টিভিতে সে সব নিউজ দেখাচ্ছেন বিভিন্ন টিভি চ্যানেল ।

নিউজটা দেখে হাসি পেলো । ইতিহাস কি নির্মম ভাবে শিক্ষা দেয় ।

বহু হিন্দু বাংলাদেশ ছেড়ে পাশের দেশে তারা আশ্রয় নিয়েছেন । বাংলাদেশ কি কখনও খোঁজ নিয়েছেন । কেনো হিন্দুরা দেশ ত্যাগ করছেন ? এতবড় একাত্তুরের যুদ্ধের ক্ষত নিয়েও জন্মভূমির টানে আবার যারা দেশে ফিরেছিলেন । সেই তারাই আবার কেনো জন্মভূমি ত্যাগ করলেন ? হুম । সইচ্ছাতেই তারা দেশ ত্যাগ করেছেন । এ কথা সত্য । তবে এটা ভাবার অবকাশ নেই যে , কারণহীনতায় তারা দেশ ত্যাগ করেছেন ।

রোহিঙ্গাদের সেই জন্মভূমি হারাবার আবেগটি কি বাংলাদেশ কে শিক্ষা দিতে পারবেন ?

সময়ই বলবে । তবে.......বাংলাদেশ শিক্ষা নেবার দেশ না । কেননা বাংলাদেশ মুসলিম দেশ ।

বাংলাদেশের কত হিন্দু জন্মভূমি হারা হয়েছে সে হিসেব কি বাংলাদেশ রেখেছেন ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন