লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, অক্টোবর ২৬

তাজমহলে হুনুমান চল্লিশা

তাজমহলে গিয়ে যদি কেউ হুনুমান চল্লিশা পড়ে তাতে আপনাদের কোথায় লাগে শুনি ! কেনই বা এইটিকে ইসু করে হৈচৈ হয় ।
যখন কোনো মন্দির বা মন্দিরের বারান্দায় নামাজ পড়া হয় তখন তো সেটিকে ন্যায় অন্যায়ের হৈচৈ হয় না । তবে একটা সামান্য ঘটনা নিয়ে সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়ানো হচ্ছে কেনো । কেনো এখন সর্বধর্ম সমন্নয় বলা হচ্ছে না । বহুত্ববাদের হৃদযন্ত্র ভারতীয় কালচার বলা হচ্ছে না । আমি নিজ চোখে দেখেছি হরিবাসর প্রাঙ্গনে নামাজ পড়তে ।
বিভিন্ন আশ্রম থেকে ইফতার পার্টি করলে তো কথা উঠে না এটি অন্যায় বা ধর্ম বিরোধী কাজ । শুধু হুনুমান চল্লিশার বেলায় তা হয়ে উঠে সাম্প্রদায়ি উস্কানি !
আসলে তা না । এ হলো , রাজনীতির উপর রাজনীতি করণ । ধর্ম আর গরীব মানুষ রাজনীতির হাতিয়ার । আর সে হাতিয়ার ব্যবহার হবে ক্ষমাতায়ণে এ আর নতুন কি ।
সবশেষে লিখব , ধর্ম এমন একটা জিনিস । সন্মানের বিনিময়ে সন্মন লাভ হয় । আর তা না হলেই বিভাজন ।
–নাস্তিক দেব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন