লেখার ডাগর মাঠ


মঙ্গলবার, অক্টোবর ১০

তুমি বেগুনী সুন্দর

তুমি বেগুনী সুন্দর
দেবজ্যোতিকাজল ।।

চোখালুতে বাদামী ধূঁধুঁ , রুগ্ন গরম চা
ধূসর বৃষ্টালু , বিক্ষিপ্ত মানুষ পথ খুঁজে ।

রজনীমুখ দুপুর হাসি
মিরর রোদে পুড়ে শুখাদেহ
আঙ্গুলের ডগায় উষ্ণায়ু আমি
সূর্য্যময় হৃৎ ,নকল থেকে হয় অসল ।

আমার শুষ্ক কাগুজে চামড়া
ঠাণ্ডায়ন রোদ খোঁজে কাটাতে
শোষণ করতে ভিটামিন ‘ডি’ ।

তুমি আমাকে গিলে ফেলতে পারো
সকালের ওষুধের মত, চুপচাপ পেটে ।

।। ছবি আমার তৈরি ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন