লেখার ডাগর মাঠ


রবিবার, অক্টোবর ১৫

ঝোড়ো শ্লোক

এখন স্মৃতিকে ভালবাসি

দেবজ্যোতিকাজল


এখানেই ছিল এক জোড়া
                          পায়ের ছাপ
কড়া রৌদ্রে গিয়েছিল শুকিয়ে
বাতাসে ছিল তার অনুভূতি গন্ধ ।

আজ এই ছাপ ধূলো হয়ে ওড়ে
আমার যাওয়া-আসার সদর দরজায়
মিশে যায় , আমার দেহের কোষে-
                                     একাকারে
সময়ের কাছে আমি দাসত্ব প্রতিদিন ;

          জীবন্ত রাখি সে সব স্মৃতি
যা-তে বাঁচাতে পারি বহুদিন তোমাতে ।

            

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন