লেখার ডাগর মাঠ


শুক্রবার, জুন ৩০

আমার দেশ

আমাকে বসিয়ে রেখে
আসি ব’লে না-ফিরে আমার দেশ ।

অপেক্ষাবদ্ধ চোখ , স্ফুলিঙ্গ সূর্যাস্ত-
গড়িয়ে যখন ঠারেঠোরে অন্ধকার
তখন আমি বুঝতে পারি
আমার দেশ আমার বুকের বিছানায় ঘুমিয়ে ।

আমি আলতু আগুনে স্পর্শ করি বর্ষবলয় রোমাঞ্চে ।
ক্ষয় আর পবিত্র মনে । অপেক্ষার ঘুম ততক্ষণে চোখ বুজে ।

পাঁচটা ভারত আমার দেশ । দু’টি নদী তারাও আমার দেশ । ঋতু শিশুগাছগুলোও আমার দেশ । রহস্যের রোদন আর স্বরলিপি হাসি সেও আমার দেশ ।
রাজনীতিতে ধর্ম অধর্ম বুকবাজিয়ে আমার দেশ । ধর্মিয়তোষণ সেও আমার দেশ ।

বৈধব্যের কাপড়ে কাশেমালি চোখ মুছে বলে,
“ এত কেনো ঘৃণা....”
চাচা যে সংখ্যালঘু , ভারতীয় নয় নেতার কলমে । কাশেমালি বলো , এটা আমার দেশ । নৈতিকতার আমার দেশ ।

হাইপার সিৎজোফ্রেনিয়া সেও আমার দেশ
পাকিস্তান জিন্দাবাদ আমার দেশ
পাকিস্তান মুর্দাবাদ রক্তজবা শ্লোগান আমার দেশ
পূর্ব পশ্চিম ভাগ হয়ে যাওয়া দ্বিজাতি সত্তা আমার দেশ ।

আমার দেশের ভগ্নাংশ তৃতীয় নয়ন
প্রেমিক সকাল
মনুমেন্ট দুপুর
পঙক্তি বিকেল
আমার দেশের সপ্তমাশ্চার্য অন্তর নয়ন
পাহাড় । সমুদ্র । তীর্থ । মুগ্ধ ভ্রমন ।
বিশ্ব বাউলার তাপ্তি আলখাল্লায়-
সাত রঙের রাজ্য-ভাগ আমার দেশ ।

বিশ্ববিদ্যালয়ে যখন চুমু চুমু স্নেহ ঠোঁট
সে যেনো কেও পর্নোগ্রাফি বলা আমার দেশ
উড়ান ঈশ্বরকে হাতের মুঠোয় চেপে
নারীকে আকাশে উড়িয়ে দেওয়া আমার দেশ
আমার দেশ মহান । আলবাত মহান ।
মোল্লা পুরোহিতের এদেশ নয় বলছি ,
এ দেশ ভারতীয়দের । সিন্ধুবাসির ।

এদেশ তবুও কাঁদে । লজ্জায় নত ।
পুঁজিবাদের ২০৬ খানা হাড়ে বুক ঘামে
শ্রমিক , কৃষকের শ্রমের দগ্ধ তমিস্র বুকে ।
গোধুলির আশ্চর্য সুদূর ছাতিম ছায়ার-
মায়া ছড়ায় সেও তো আমার দেশ ।
আমার অপেক্ষা ভাঙে
বিনোদনীর মায়াবী ঠোঁটে ,
কে যেনো গান গেয়ে বলে , কবি ওঠে পড় তীর্থে যেতে হবে । অপেক্ষারত আমার দেশ ।

বৃহস্পতিবার, জুন ২৯

একদিন বৃষ্টি

তুমি মেঘে ওড়ে যাও , জলে ভিজে শাড়ী
তোমার একা ঔরসে ,আমি জন্মেছি লাজে
উলঙ্গ পাহাড়ে আমি , যতটা পেরো বেসো ।

নীল চাঁদ

     অগোছাল স্পর্শ
   তুমি আমি একাকী
     দুর্মূল্য কাছাকাছি
    আমার হৃদয়ে নিত্য
    আমি তুমি যত সব
    লাজুক কলঙ্ক যুগল
    তুমি আমি গানপাখি
    বুকের কিনারায় ওড়ি
       চন্দ্রমুখী শক্ত বৃক্ষ
        পার্বতী নীল চাঁদ
তোমার সুদিনে আমি দেবদাস ।।

কবিতা

ভবিষ্যৎ

সবশেষে ভবিষ্যতে আমরা কি পার ?
ধূমায়িত আকাশ সঙ্গে বিষের মেঘ ,
অগোছাল নিখুঁত স্পর্স কদর্য জমি
না-কি পিছিয়ে পড়া প্রকৃতির সৌন্দর্য ।

আমরা কি কখনও দেখতে পারি চেনা মুখ,
একটি সূর্যাস্ত সৌন্দর্য দিনের শেষে ?
:::: :::::::: :::::::: :::::: ::::::: :::::::

আমি কি বনে যেতে পারি?
এবং গাছ দিয়ে নিজেকে ঘিরে,
এখনও জানি যে এটি থাকবে,
আমার জন্য দয়া করে দেখার জন্য।

আমি জানি যে আমি আজকে করতে পারি
আমি যা বলেছি সবই কর,
কিন্তু আজকের কাল যখন,
এই সব জিনিস মৃত হবে?

এই সমস্যাটি বিশাল
আমরা ধীরে ধীরে মনোনিবেশ করি,
তাই আমরা দ্রুত এটি ঠিক করা আবশ্যক,
শব্দ এবং চিন্তা এবং কাজের ব্যবহার করে। "

বুধবার, জুন ২৮

কষ্ট তুমি বন্ধু

আমার ছিল ছোটবেলা ,
বড়োবেলা কখনই ছিল না ,
যা ছিল । তা দুঃখবেলা ।

সূর্যের ছায়ায় সে বেলা শহরময়
পদ চিহ্ন আঁকে । বেড়াল নিঃশব্দে ;

দুঃখরা কষ্ট হয়ে আমার দেহ পাহারা দেয়
পাহারা দেয় , আমার ঘর, উঠোন, ডাইনিং টেবিল
পাহারা দেয় , নৈশব্দে চলে যাওয়া সুখ-কে
আমার সুখ নির্লজ্জ , নীচ । কষ্টদের মত দু’হাত ভরে দেয় না । আমার কষ্ট-রে অকৃপণ ।

আমার বেদনারা কাঁদে নিখুঁদ রেখা চিত্রে
হাত-পা ছড়িয়ে ছিটিয়ে , নদীর কাছে অশ্রু চেয়ে
আমার যন্ত্রণারা বাজে , বাদ্য যন্ত্রের তারে । আনন্দ অশ্রু গানে , বেহাগ শ্রুতিতে ।
আমার কষ্টের পাজরে বর্ষার মৌসুমি বায়ু ,
ঝড়ে পড়ে ঝর্ণা মর্মরে । ঘরহীন অন্ধকারে ।

অবশেষে , সে আমার দেহে ফুটফুটে নিথর সকাল
অনিদ্রা বালিশে চাপা পড়া ঘুম ভাঙা ।

ভাল থেকো কষ্ট , সুখে থেকো আমার ক্ষত শুষে । সময় পেলে-
আমায় কবিতা উপহার দিয়ো নোটবুকে
পথিক ভেবে বসতে দিয়ো তোমার উঠোনে ।।

দু এক দিন





দু এক দিনের বৃষ্টিতে গরম কমেনি শরীরে
রাতে ফুল ফুটবে বলে রাত জাগেনি বাগান
দু এক দিনের কথায় তাকে চিনতে পারে নি ছুঁয়ে
দু এক দিনের মেঘে ঝড়ের গতি বুঝতে পারি নি দেখে

দু এক দিনের প্রেমে পুরুষটি-কে বুঝতে পারি নি মনে
দু এক দিনের যত কথা আছে তাকে দিতে পারি নি দু হাতে
দু এক দিনের শুয়ে থাকা চির বিশ্রামী নয় ,দেয়নি স্বর্গীয় শ্রান্ত
দু এক দিনের সত্য , তা হয় নি কখনও ঈশ্বর বিশ্বাসী সকার

আমার সব কিছুই পাওয়া দু এক দিন

মঙ্গলবার, জুন ২৭

স্টিআর

#কবিতা

রাজনীতির জামার বোতাম খোলা ।
বুকের চুলে নুনের দাগ । টেরোরিজম
দেখতে দেখতে বুকটা প্রেমিকার আয়েত্তে বোমার মত ফাঁটে । এও
এক প্রকার নখদ শিল্প । ঢপ-চপ শিল্প।মস্করা শিল্প

রাজনীতির বায়োলজিক্যাল মান চিত্রে
হাত-পা নেই , শ্বাসলানী নেই , শ্লোথ নেই । আছে-
ক্ষমতার ছাতার নীচে ইঁদুরে গর্ত । আকাশ ভরা নীল বিষ । বাসর রাতের লজ্জা ।
আর গণতন্ত্রের উলঙ্গ স্তন সাদৃশ্য লোলুপ

রাজনীতি পকেট ভারে কদর্য উল্লাস
সব বিরোধী ক্ষমতার স্টিআরে স্ববিরোধী

শনিবার, জুন ২৪

আমার কথা

আজ রথ

আমি ছোটবেলায় ধর্মিয় পুস্তক পড়ে জেনেছিলাম এই রথযাত্রার মূল ব্যপারটা । তখন আমি ঈশ্বর বিশ্বাসী ছিলাম । আমি একটা হিন্দু ধর্মিয় পত্রিকার সাথেও যুক্ত ছিলাম । পত্রিকার নামটা ছিল ‘ মাসিক সমাজ দর্পণ ’ । রিক্সায় চড়ে সারা শেরপুরের হিন্দু সমাজের মধ্যে পত্রিকা বিলি করতাম । সেই পত্রিকা পড়েই আমি জানতে পেরেছিলাম । জগন্নাথ শুভদ্রা বলরাম কেন বছরের একবার করে রথে পরিভ্রমন করেন । মূলতঃ তাঁরা ছিলেন প্রতিবন্ধী । কিন্তু বাস্তর ভাবে সমাজে যেসব প্রতিবন্ধী মানুষ থাকে তাঁরা তেমন ভাবে কোনো ধর্মিয় উৎসবে অংশ গ্রহণ করতে পারে না । এবং আমাদের সমাজপতিরাও তাঁদের নিয়ে ভাবেন না ।

তখন থেকেই আমার মাথায় ছিল । এই রথযাত্রায় প্রতিবন্ধীদের নিয়ে কিছু একটা করব । আর তা থাকবে জগন্নাথ বাড়ির  রথযাত্রা উৎসবকে ঘিরে । চিন্তা ছিল শেরপুরের যত প্রতিবন্ধী আছে তাদের এই উৎসবে নিয়ে এসে তাদের জন্য একটা ট্যাবল সাজিয়ে অংশগ্রহন করাব । সমাজে বার্তা দেওয়া একটা কাঠের প্রতিমা যদি রথে চড়ে যেতে পারে তবে বাস্তবিক প্রতিবন্ধীরা কেনো সমাজিক ভাবে অবহেলা রইবে । ধর্ম তো মানুষকে নিয়ে । ধর্মিয় উৎসব তো মানব সমাজের প্রগতীর প্রতীক । কিন্তু তা আর হয়ে উঠে নি । ১৯৯৫ সাল সেসব ভাবনার সূতো ছিঁড়ে । তারপর প্রবীর ঘোষের বইএর সাথে পরিচিত । সে সব বই পড়তে পড়তে নিজের দিকে তাকিয়ে দেখি আস্ত একটা নাস্তিককে । তাই এখন মানুষকে নিয়েই ভাবতে ভাল লাগে । যেখানে মানুষের উত্তরণ আছে । সে পথ দিয়ে চলতেই ভাল লাগে । ভেদাভেদ তো মনে থাকে । চিন্তায় থাকে । সমাজে থাকে । মানুষের সাথে মানুষের ভেদাভেদ কখনই তৈরি হয় না । ভেদাভেদ যা আছে ধর্মিয়গত , পদরিগত ।

তাই এসো আমরা মানুষ হই । হিন্দু , মুসলিম ,খ্রিস্টান বা বৌদ্ধ যেনো না হই ।

তন্তু রশ্মি , সাড়ে তিন হাত জন্মভূমি

তন্তু রশ্মি , সাড়ে তিন হাত জন্মভূমি
দেবজ্যোতিকাজল

বাবার মৃত দেহের মত শুয়ে আছে বিকেল
কত বিকেল ফেলে আসা প্লাটফর্মের মত আহত স্থির জল করতোয়ায় ভাসে । আমি সেজলে মাছরাঙ্গা হয়ে ওৎপাতি । তার ঢেয়ের ভাঁজে ।

আমার ঘর বরাবর রাস্তাটাই বৈকাল্য অপেক্ষ পথ ।
বন্ধুদের মেরুদণ্ডে । আমার প্রতীক্ষার মন্দবাসা । দাঁড়িয়ে থাকা কিশোর ঘুম । যৌবনের বিউটি পার্লার

তুইটা যখন তুমি । তখন শুরু হয় ভালবাসা । ছুঁতে যাওয়া চঞ্চলতা প্রজাপতি । প্রথম আবেদন ।

সেসব আমার পিছে দাঁড়িয়ে মেরুদণ্ড গলায় । ক্যানভাসে চুঁইয়ে যায় অআশমান রং আর হেমন্তের হলুদ পাণ্ডর দেহ । চোখের কাছে শুকায় মৃত জল ।
দুভাগ দেহটা দুহাত মাপে
পূর্ব পশ্চিম বুকের বর্ষাতি । চোখের কাছে শুইয়ে থাকা সাড়ে তিন হাত জন্মভূমি ।

শুক্রবার, জুন ২৩

কষ্ট তন্তু

বাবার মৃত দেহের মত শুয়ে আছে বিকেল
কত বিকেল ফেলে আসা প্লাটফর্মের মত আহত স্থীর জল করতোয়ায় ভাসে । আমি সেজলে মাছরাঙ্গা হয়ে ওৎপাতি । তার ঢেয়ের ভাঁজে ।

আমার ঘর বরাবর রাস্তাটাই বৈকাল্য অপেক্ষ পথ ।
বন্ধুদের মেরুদণ্ডে । আমার প্রতীক্ষার মন্দবাসা । দাঁড়িয়ে থাকা কিশোর ঘুম । যৌবনের বিউটি পার্লার

তুইটা যখন তুমি । তখন শুরু হয় ভালবাসা । ছুঁতে যাওয়া চঞ্চলতা প্রজাপতি । প্রথম আবেদন ।

সেসব আমার পিছে দাঁড়িয়ে মেরুদণ্ড গলায় । ক্যানভাসে চুঁইয়ে যায় অআশমান রং আর হেমন্তের হলুদ পাণ্ডর দেহ । চোখের কাছে শুকায় মৃত জল ।
দুভাগ দেহটা দুহাত মাপে
পূর্ব পশ্চিম বুকের বর্ষাতি । চোখের কাছে শুইয়ে থাকা সাড়ে তিন হাত ।

সোনালী ফিতে

রাতের মধ্যেই মেয়েটি পোয়াতি হবে । লিভটুগেদার । চুলের ফিতেতে চারু ।

নারী স্বাধীনতা । নারীবাদী পুরুষ । মানচিত্রে ভারত । চাই মানবিক যৌনাঙ্গ । গভীর চুমু

নারী শাসিত দেশ । তবু নারী পরাধীনতা ।
পায়ের কাছে দাঁড়িয়ে থাকে লিলিপুট আশা ।

হে ভিক্টরিয়া সবুজ মাঠ লিঙ্গ । রাত্রি জাগে সরকারি কন্যাশ্রী । ১৮ নীচে বিবাহ অপরাধে ।

নদীর কাছে এক পা দু পা মাছরাঙ্গা ঝুপ
গ্রাম্য বঁধুয়া , কবে যৌবন শুরু শেষই বা কবে ; মরদের লিঙ্গ ভাঙ্গা অতৃপ্ত শ্লোগান

হে নারী ! তুমি পুরস্কারের রাজনীতি ।
এত গর্বের সূঠোল স্তন মাতৃত্বহীন পোয়াতি বুক । পোয়াতি ভ্রণে জলের নদী । পুরুষ চাই ।

বৃহস্পতিবার, জুন ২২

বিবেকানন্দের রোগ সমূহ

বিবেকানন্দের রোগ সমূহ :-
1) মাথার যন্ত্রনা 2) টনসিল       3) সর্দিকাশি 4) মারাত্মক হাঁপানি 5) টাইফায়েড              6) ম্যালেরিয়া 7) নানাবিধ জ্বর
8) লিভার ব্যাধি 9) বদহজম
10) পেটের গোলমাল              11) ডায়ারিয়া 12) ডিসপেপসিয়া  13) পাথুরী রোগ 14) নিদ্রাহীনতা
15) ল্যাম্বেগো রোগে কোমরের যন্ত্রনা 16) ঘাড়ের ব্যাথা          17) বাইটসডিজিজ 18) কিডনির অসুখ 19) শোথ - পা ফোলা
20) অ্যালবুমিন ইউরিয়া        21) রক্তাক্ত চক্ষু 22) একটি চোখে সম্পূর্ন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা
23) অকাল বার্ধক্যে চুল দাঁড়ি সাদা হয়ে যাওয়া 24) স্নায়ু রোগ -  নিউরোস্হানিয়া 25) রাত্রে প্রচন্ড গরম অনুভব করা 26) গরম সহ্য করার অক্ষমতা 27) অল্পে ক্লান্ত হয়ে যাওয়া 28) সি- সিকনেস
29) সানস্ট্রোক 30) হার্টের রোগ
31) উদরি - পেটে জল জমা ।

সূত্র : অচেনা অজানা বিবেকানন্দ  শংকর ।

বুধবার, জুন ২১

বাণী

আচ্ছা বলুন তো , আপনাকে হাসতে কে শেখালো , কাঁদতে কে শেখালো ?
পশু জন্মের পর-পরই হাঁটে পারে , সাঁতার কাটতে পারে  কিন্তু মানুষের বাচ্চা তা পারে না । প্রাকৃতিক জ্ঞান আর ঈশ্বর জ্ঞান । মূলতঃ বস্তুবাদ আর অলৈকিকবাদ ।
  
           - নাস্তিক দেব

বাণী

ভাল মানুষ হতে গেলে ভাল মন লাগে । ধর্ম বিশ্বাস লাগে না ।

-নাস্তিক দেব

আমার কথা

আমার একটা ঘর ছিল । ঘরটা এখনও আছে । তবে অন্যের আণ্ডারে । ঐ ঘরে আমি অনেক কিছু রেখে এসেছি । আমার বন্ধু , আমার আনন্দের দিন , আমার ভালবাসা , আমার শিল্প ও শিল্পী জীবন । তবে ঘরটাতে গীটারের মূর্ছনায় সব সময় জমজমাট থাকত । হুম বন্ধুরা আমাকে আমার একলা হয়ে যাওয়ার যে যন্ত্রণাটা ওরা আমার নিবারণীয় মালিশ ছিল । ওরা সবাই আছে । ঘর আছে , বন্ধুরা আছে , শুধু আমরা চার’জন নেই । এক আমি , দুই পার্থ তিন গুরুদাস চার দেবাশীষ । তাছাড়া ঘরের কাছাকাছি সবাই আছে ।

বাণী

ঈশ্বর খারাপ ভালোর মধ্যে বিরাজ মান । ঈশ্বর মানুষ কে যুদ্ধ করতে শিখিয়েছে । মিথ্যা বলতে শিখিয়েছে । আবার সত্য বলতেও শিখিয়েছে ।
কিন্তু ঈশ্বর মানুষকে মানুষ হতে শেখায় নি ।

        - নাস্তিক দেব

বানী

ঈশ্বর খারাপ ভালোর মধ্যে বিরাজ মান । ঈশ্বর মানুষ কে যুদ্ধ করতে শিখিয়েছে । মিথ্যা বলতে শিখিয়েছে । আবার সত্য বলতেও শিখিয়েছে ।
কিন্তু ঈশ্বর মানুষকে মানুষ হতে শেখায় নি ।

        - নাস্তিক দেব

বাণী

পাথরের মধ্যে আগুন থাকে তা থেকে বোঝা যায় পাথর জীবন ধারণ বস্তু । গাছ, পাখি ও মানুষের মধ্যে যেমন জীবন থাকে ।

            

         - নাস্তিক দেব

জেনে রাখ

জেনে রাখার মতো কিছু তথ্যঃ-

1. মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক প্রায় সাত মিনিট সক্রিয় থাকে এবং এই সময় জীবনের চুড়ান্ত মুহূর্তগুলি তিনি স্বপ্নের আকারে দেখতে থাকেন।
----------------------------------------------------------
2. যে শিশুরা ছোটবেলায় খুব মিথ্যা কথা বলে, বড় হলে সফল পেশাদার হয়।
----------------------------------------------------------
3. 2013 সালে নিউজিল্যান্ড সরকার আটটি জেলখানা বন্ধ করে দিয়েছে অপরাধীর অভাবে।
----------------------------------------------------------
4. মানুষ মুখোমুখি কথা বলার সময় সবচেয়ে বেশি সত্যি বলে। আর বেশি মিথ্যে বলে ফোনে কথা বলার সময়।
----------------------------------------------------------
5. মৃত্যুকালে মানুষের প্রথমে দৃষ্টিশক্তি চলে যায়, এরপর যায় স্পর্শ অনুভূতি এবং সবশেষে যায় শ্রবণ অনুভূতি।
----------------------------------------------------------
6. চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে প্রায় দুই ইঞ্চি করে দূরে সরে যাচ্ছে।
----------------------------------------------------------
7. ঠিক তোমার মতো দেখতে আরও ছয় জন এই পৃথিবীতে আছে । তাদের মধ্যে একজনের সঙ্গে সারাজীবনে দেখা হওয়ার সম্ভাবনা 11 শতাংশ।
----------------------------------------------------------
8. মেয়েরা নীল রং এর শোওয়ার ঘর পছন্দ করে এবং পুরুষরা সাদা।
----------------------------------------------------------
9. একটা সিগারেট খাওয়ার অর্থ এগারো মিনিট আয়ু কমে যাওয়া।
----------------------------------------------------------
10. যারা বিড়াল পোষে তাদের আত্মহত্যা করার প্রবনতা থাকে । কুকুর পুষলে মানুষ উদার মনের হয়।
----------------------------------------------------------
11. মেয়েরা যতো মেধাবী হবে ততো প্রজননে অক্ষম হবে।
----------------------------------------------------------
12. কোনো ভীড়ের মধ্যে আমরা একসঙ্গে শুধুমাত্র দুইটি মুখমন্ডলের উপর দৃষ্টিপাত করতে পারি।
----------------------------------------------------------
13. আজথেকে একশত বছর পরে ফেসবুকে প্রায় 91 কোটি 60 লক্ষ মৃত ব্যক্তির প্রোফাইল থাকবে।
----------------------------------------------------------
14. 96 শতাংশ কিশোর কিশোরী সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগে তাদের মোবাইলফোনটা চেক করে।
----------------------------------------------------------
15. প্যারিসে একদিন এক মহিলা আত্মহত্যা করার জন্য আইফেল টাওয়ারের মাথা থেকে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য বশত এক গাড়ির উপরে পরেন এবং বেঁচে যান। ঐ গাড়ির চালক তথা মালিককেই পরে তিনি বিয়ে করেন।
----------------------------------------------------------
16. 1970 সালে বিশ্বের জনসংখ্যা ছিলো বর্তমান জনসংখ্যার অর্ধেক।
----------------------------------------------------------
17. গর্ভবতী অবস্থায় কোনো মা দুশ্চিন্তাগ্রস্থ থাকলে তার সন্তান পরবর্তীতে অল্পেই রেগে যাওয়া স্বভাবের হবে।
----------------------------------------------------------
18. প্রতি বছর পৃথিবীর মানুষের গড় আয়ু তিনমাস করে বাড়ছে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে।
----------------------------------------------------------
19. পৃথিবীর বেশিরভাগ মানুষের রক্তের গ্রুপ O+ এবং সবচেয়ে কম মানুষের রক্তের গ্রুপ AB- ।
----------------------------------------------------------
20. হেরোইন শুরুতে সর্দির ওষুধ হিসেবে ব্যবহৃত হতো।
----------------------------------------------------------
21. 1800 খ্রীষ্টাব্দ পর্যন্ত মানব সভ্যতা ক্যামেরায় যতো ছবি তুলেছে, আমরা এখন বিশ্বজুড়ে প্রতি দুই মিনিটে তারচেয়ে বেশি ছবি তুলছি।
--------------------------------------------------------
22. পুরুষ এবং মহিলা উভয়েই সুন্দর শরীরের চেয়ে সুন্দর মুখের অধিকারীকে জীবন সঙ্গী হিসেবে বেশি পছন্দ করে।
----------------------------------------------------------
23. আমাদের রোগপ্রতিরোধ সিস্টেম প্রতি দিন অন্তত একটি কোষ ধ্বংস করে আমাদের দেহের যা আমাদের ক্যানসার ঘটাবে।
----------------------------------------------------------
24. ডাক্তারদের খারাপ হাতের লেখার কারণে পৃথিবীতে প্রতি বছর প্রায় সাত হাজার রুগির মৃত্যু হয়।
----------------------------------------------------------
25. মোবাইল ফোন চার্জ করার সময় Airplane mode বা Flight mode সেট করে নিলে তিন ভাগের একভাগ সময়ে চার্জ হবে।
----------------------------------------------------------
26. যে বন্ধুত্ব সাত বছর পার করেও টিকে থাকে তা সারাজীবন টিকে থাকার সম্ভাবনা আছে।
----------------------------------------------------------
27. আয়নায় দেখার সময় আমরা নিজেকে প্রায় ছয়গুণ বেশি সুন্দর দেখি।
----------------------------------------------------------
28. মানুষ সত্যি কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে। মিথ্যা বলার সময় হাতগুলি লক্ষণীয়ভাবে স্থির থাকে।
----------------------------------------------------------
29. পরনিন্দা পরচর্চা স্বাস্থ্যের পক্ষে ভালো । এইসময় দেহে প্রোজেষ্টেরন হরমোন ক্ষরণ হয় যা দুশ্চিন্তা কমায়।
----------------------------------------------------------
30. কোনো নতুন অভ্যাস তৈরি হতে মানুষের সময় লাগে মাত্র একুশ দিন।
----------------------------------------------------------
31. মেয়েরা অন্যদের মুখ মনে রাখতে বেশি পারদর্শী বিশেষ করে অন্য মেয়েদের মুখ।
----------------------------------------------------------
32. আমরা প্রতি দিন সকালে বিকেলের চেয়ে প্রায় আধ ইঞ্চি বেশি লম্বা থাকি।
----------------------------------------------------------
33. Google প্রতি সেকেন্ডে প্রায় 929 ডলার আয় করছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় 55740 টাকা।
----------------------------------------------------------
34. মঙ্গল গ্রহকে লাল দেখায় কারণ এর মাটি লোহার অক্সাইড (Fe2O3) দিয়ে তৈরি।
----------------------------------------------------------
35. হিটলার আজীবন নিরামিশাষী ছিলেন এবং তার একটি শুক্রাশয় ছিলো।
----------------------------------------------------------
36. পরপর মোট 480 টি কলা খেলে কোন ব্যক্তি পটাশিয়ামের ওভার ডোজের কারণে মারা যাবে।
----------------------------------------------------------
37. যেসব ব্যক্তির জন্মমাস সেপ্টেম্বর বা নভেম্বর তারা সাধারণত অন্যদের চেয়ে দীর্ঘায়ু হন।
----------------------------------------------------------
38. ফোনে কথা বলার সময় মানুষ স্বাভাবিকের তুলনায় প্রায় তিনগুন জোরে কথা বলে।
----------------------------------------------------------
39. স্টাচু অফ লিবার্টির জুতোর সাইজ 941. হাতের মধ্যমার দৈর্ঘ্য আট ফুট।
----------------------------------------------------------
40. প্রতি সেকেন্ডে আমাদের চোখ প্রায় 40 টি স্থিরচিত্র মস্তিষ্কে প্রেরণ করে।
----------------------------------------------------------
41. মহাকাশচারী হতে হলে আপনার উচ্চতা 5'2'' এর কম এবং 5'7'' এর বেশি হওয়া চলবে না।
----------------------------------------------------------
42. মেরু প্রদেশে বস্তুর ওজন 3 শতাংশ কমে যায় ।
----------------------------------------------------------
43. পৃথিবীতে রবীন্দ্রনাথ ঠাকুর একমাত্র কবি যিনি তিনটি দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন। বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা।
----------------------------------------------------------
44. একমাত্র ভারতবর্ষ একটি দেশ যার সংবিধানে গরুর জন্যও আইন আছে।
----------------------------------------------------------
45. মহাকাশে কেউ স্বপ্ন দেখেনা এবং কান্না করলে চোখের জল গড়িয়ে পরে না।
----------------------------------------------------------
46. মানুষের মস্তিষ্ক পৃথিবীতে একমাত্র বস্তু যে নিজেই নিজের নামকরণ করেছে।
----------------------------------------------------------
47. মাছ এবং আঙ্গুরফল খেলে মেধা বা বুদ্ধাংক (I.Q) বৃদ্ধি পায়।
----------------------------------------------------------
48. রাশিয়ার ক্ষেত্রফল প্লুটোর ক্ষেত্রফলের চেয়ে বেশী।
----------------------------------------------------------
49. একমাত্র চিনের প্রাচীর মানুষের কীর্তি যা চাঁদ থেকে খালি চোখে দেখা যায়।
----------------------------------------------------------
50. পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের মস্তিষ্কে পরজীবী বাসা বেধে আছে।
----------------------------------------------------------
51. নতুন কলম হাতে নিলে বেশিরভাগ মানুষ তার নিজের নাম লিখে থাকেন।
----------------------------------------------------------
52. শুধুমাত্র মানুষ, বানর ও ডলফিন যৌনতাকে বংশবৃদ্ধি ছাড়াও আনন্দ উপভোগের জন্যও ব্যবহার করে থাকে।
----------------------------------------------------------
53. গর্ভবতী অবস্থায় মা যদি কোনো মারাত্মক রোগে ভোগে যেমন হার্ট অ্যাটাক, তখন গর্ভের শিশু মার সেই অঙ্গে স্টেম সেল পাঠিয়ে তা সারিয়ে তোলে।
----------------------------------------------------------
54. ভারতীয় মহাকাব্য মহাভারতের আয়তন গ্রীকের দুই মহাকাব্য ইলিয়াড ও ওডিশির চেয়ে প্রায় সাতগুণ বেশি।
----------------------------------------------------------
55. প্রতি 14দিন অন্তর পৃথিবীতে একটি করে ভাষার মৃত্যু ঘটছে।
----------------------------------------------------------
56. পৃথিবীতে সবচেয়ে জিরাফের রক্তচাপ বেশি।
----------------------------------------------------------
57. ম্যাডাম কুরি রেডিয়াম নামক তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তেজস্ক্রিয়তার কারণেই ক্যানসারে মারা যান তিনি এবং তাঁর নোটবুক এখনও তেজস্ক্রিয় রশ্মি ছড়ায়।
----------------------------------------------------------
58. ফর্মুলা ওয়ানের চালকেরা প্রায় পাঁচ গুণ বেশি মহাকর্ষ বল (5G) অনুভব করে তাদের ঘাড়ে। এতে তাদের ঘাড় যাতে না ভেঙে যায় সেজন্য তারা বিশেষ ভাবে তৈরি জ্যাকেট পরে রেসের সময়।
----------------------------------------------------------
59. আমাদের মুখ থেকে পাকস্থলিতে খাদ্যবস্তু পৌঁছোতে সময় লাগে প্রায় সাত সেকেন্ড ।
----------------------------------------------------------
60. যৌনতার সময় মানুষের প্রায় প্রতি ঘন্টায় 360 কিলোক্যালরি শক্তি খরচ হয়।
----------------------------------------------------------
61. পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল হোটেলের নাম Hotel President Wilson (জেনেভা)। এর একটি ঘরের ভাড়া একরাতে 83,200 ডলার বা ভারতীয় মুদ্রায় 49,92,000/= ।
----------------------------------------------------------
62. প্রশান্ত মহাসাগরের আয়তন ঠিক চাঁদের আয়তনের সমান।
----------------------------------------------------------
63. হাইতি নামক দেশে পৃথিবীর মধ্যে এইডস রোগির সংখ্যা সবচেয়ে বেশি। হাইতিতে প্রতি 50 জনে একজন ব্যক্তি এইডসের শিকার।
----------------------------------------------------------
64. একমাত্র আইসল্যান্ড একটি দেশ যে তার সংবিধান পুনঃ রচনার জন্য Facebook ব্যবহার করছে।
----------------------------------------------------------
65. একদা মিসিসিপি নদি ভূমিকম্পের ফলে বিপরীত দিকে প্রবাহিত হয়েছিলো যা এখনও বিদ্যমান।
----------------------------------------------------------
66. স্ত্রী লোকের শরীরে যখন ডিম্বানু তৈরি হয় তখন তার অজান্তেই তার কন্ঠস্বর উচ্চ হয়।
----------------------------------------------------------
67. পৃথিবীর সব পিঁপড়ের ওজন পৃথিবীর সব মানুষের ওজনের চেয়ে বেশি।
----------------------------------------------------------
68. আমাদের মস্তিষ্ক মাত্র 150 টি দৃঢ় সামাজিক সম্পর্ক বজায় রাখতে সক্ষম।
----------------------------------------------------------
69. মিশরের পিরামিডের মধ্যে মমির পাশে রাখা তিন হাজার বছরের পুরনো মধু এখনও খাওয়ার যোগ্য আছে ।
----------------------------------------------------------
70. নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম তার বাম পা ফেলেছিলেন।
----------------------------------------------------------
71. ছেলেদের তুলনায় মেয়েরা প্রায় দ্বিগুণ বার চোখের পাতা ফেলে।
----------------------------------------------------------
72. হিরোসিমায় পারমানবিক বিস্ফোরণের পরও এক ব্যক্তি বেঁচে ছিলেন যিনি 1951 সালে বস্টন অলেম্পিকের ম্যারাথন দৌড়ে অংশ গ্রহণ করেছিলেন এবং পুরস্কারও জিতেছিলেন।
----------------------------------------------------------
73. জাপানের স্বাক্ষরতার হার 100% এবং কিউবার 99.8% ।
----------------------------------------------------------
74. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 20 লক্ষ জার্মান মহিলা ধর্ষিতা হয়েছিলেন কুখ্যাত লাল বাহিনীর দ্বারা, যাঁদের বয়স ছিলো 13 থেকে 70 বছর।
----------------------------------------------------------
75. পৃথিবীর সবচেয়ে বেশি ভ্রমণকারী যায় ফ্রান্সে। 2012 সালে ভ্রমণকারীর সংখ্যা ছিলো আট কোটি ত্রিশ লক্ষ।
----------------------------------------------------------
76. পৃথিবীর দ্রুততম মানুষ উসেইন বোল্ট যদি চাঁদে দৌড়ে যান তাহলে চাঁদে পৌঁছোতে তাঁর সময় লাগবে এক বছর।
----------------------------------------------------------
77. একটি কাঠপেন্সিল দিয়ে প্রায় 50 হাজার শব্দ লেখা যায় অথবা প্রায় 35 মাইল দীর্ঘ রেখা আঁকা যায়।
----------------------------------------------------------
78. আইসল্যান্ড দেশটির কোনো সেনাবাহিনী নেই এবং এটি পৃথিবীর একটি অন্যতম শান্তিপূর্ণ দেশ।
----------------------------------------------------------
79. ফেসবুকের প্রোফাইল-ছবিতে যদি দুইজনের ছবি থাকে তাহলে সেটি অপেক্ষাকৃত অসুন্দর দেখতে ব্যক্তির প্রোফাইল হওয়ার সম্ভাবনা বেশি ।
----------------------------------------------------------
80. একটি অংক... 111,111,111 কে 111,111,111 দিয়ে গুণ করলে গুণফল হবে... 12345678987654321
----------------------------------------------------------
81. যে মেয়ের জীবনে পিতা অনুপস্থিত থাকে সে খুব অল্প বয়সেই শারীরিক পরিণতি পায়।
----------------------------------------------------------
82. পটেটো চিপস্ এর প্যাকেটে যে বাতাস ভর্তি থাকে তা আসলে নাইট্রোজেন গ্যাস। এটা চিপস্ কে শক্ত, মুড়মুড়ে রাখে এবং পরিবহনের সময় ভেঙে যাওয়া থেকে বাঁচায়।
----------------------------------------------------------
83. আবেগজনিত ব্যথা শুধুমাত্র 12মিনিট স্থায়ী হয়। এর বেশি সময় হলে সেটা আমাদের নিজেদের তৈরি।
----------------------------------------------------------
84. যে মেয়ে তার পিতাকে বিশ্বাস করে সে তার প্রেমিককেও খুব বিশ্বাস করবে।
----------------------------------------------------------
85. চিন দেশের জনসংখ্যা প্রায় 131কোটি। এর মধ্যে প্রায় 50কোটি অধিবাসী দাঁত মাজে না।
----------------------------------------------------------
86. আমরা যখন একটা পদক্ষেপ নিই তখন প্রায় 200টি পেশি ব্যবহার করে থাকি।
----------------------------------------------------------
87. প্রাচীন গ্রীসে একমাত্র যৌনকর্মিরা ঠোঁটে লাল লিপস্টিক ব্যবহার করত যৌন আবেদন বাড়ানোর জন্য।
----------------------------------------------------------
88. পৃথিবীতে মানুষ একমাত্র প্রাণী যে গাছ কেটে কাগজ তৈরি করে এবং সেই কাগজের উপর লেখে "গাছ লাগাও প্রাণ বাচাও"।
----------------------------------------------------------
89. যে ব্যক্তির শরীর থেকে সুগন্ধ বের হয় তার প্রতি আমরা আপনা আপনিই আকৃষ্ট হই।
----------------------------------------------------------
90. আমরা একসঙ্গে নাকের দুটো ছিদ্র দিয়ে শ্বাস নিই না। এক সময়ে একটিই ব্যবহার করি এবং প্রতি দু'ঘন্টা অন্তর পরিবর্তন করি।
----------------------------------------------------------
91. আমাদের চোখের কর্ণিয়া হলো একমাত্র অংশ যা সরাসরি বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করতে সক্ষম।
----------------------------------------------------------
92. মহাকাশের গন্ধ গলিত লোহা থেকে বেরিয়ে আসা ধোঁয়ার মতো ।
----------------------------------------------------------
93. রাশিয়ার মস্কো অভিযানের সময় হিটলারের গোপন পরিকল্পনা ছিলো সেখানকার অধিবাসীদের হত্যা করা এবং মস্কোকে একটা হ্রদ তৈরি করা।
----------------------------------------------------------
94. মানুষ চার বছর বয়স থেকে মিথ্যা কথা বলতে শুরু করে।
----------------------------------------------------------
95. চাঁদের মাটিতে এখনও পর্যন্ত কোনো মহিলা পদার্পন করেননি।
----------------------------------------------------------
96. পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশের নাম ডেনমার্ক এবং সবচেয়ে অ-শান্তিপূর্ন দেশ ভেনেজুয়েলা।
----------------------------------------------------------
97. পৃথিবীর অধিকাংশ বিলিওনেয়ার স্কুল শিক্ষিকাকে বিবাহ করেছেন।
----------------------------------------------------------
98. কোকাকোলা এবং পেপসিতে গোপনে সামান্য অ্যালকোহল মিশানো হয় আসক্ত করার জন্য। এটি কোম্পানির একটি টপ সিক্রেট বিজনেস পলিসি।
----------------------------------------------------------
99. পৃথিবীতে প্রায় 500 টি সক্রিয় আগ্নেয়গিরি আছে।
----------------------------------------------------------n
100. সৌদি আরব এবং ভেনেজুয়েলাতে পানীয় জলের চেয়ে পেট্রোলের দাম কম।
---------------------------------------------------সংগৃহীত।জেনে রাখার মতো কিছু তথ্যঃ-

1. মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক প্রায় সাত মিনিট সক্রিয় থাকে এবং এই সময় জীবনের চুড়ান্ত মুহূর্তগুলি তিনি স্বপ্নের আকারে দেখতে থাকেন।
----------------------------------------------------------
2. যে শিশুরা ছোটবেলায় খুব মিথ্যা কথা বলে, বড় হলে সফল পেশাদার হয়।
----------------------------------------------------------
3. 2013 সালে নিউজিল্যান্ড সরকার আটটি জেলখানা বন্ধ করে দিয়েছে অপরাধীর অভাবে।
----------------------------------------------------------
4. মানুষ মুখোমুখি কথা বলার সময় সবচেয়ে বেশি সত্যি বলে। আর বেশি মিথ্যে বলে ফোনে কথা বলার সময়।
----------------------------------------------------------
5. মৃত্যুকালে মানুষের প্রথমে দৃষ্টিশক্তি চলে যায়, এরপর যায় স্পর্শ অনুভূতি এবং সবশেষে যায় শ্রবণ অনুভূতি।
----------------------------------------------------------
6. চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে প্রায় দুই ইঞ্চি করে দূরে সরে যাচ্ছে।
----------------------------------------------------------
7. ঠিক তোমার মতো দেখতে আরও ছয় জন এই পৃথিবীতে আছে । তাদের মধ্যে একজনের সঙ্গে সারাজীবনে দেখা হওয়ার সম্ভাবনা 11 শতাংশ।
----------------------------------------------------------
8. মেয়েরা নীল রং এর শোওয়ার ঘর পছন্দ করে এবং পুরুষরা সাদা।
----------------------------------------------------------
9. একটা সিগারেট খাওয়ার অর্থ এগারো মিনিট আয়ু কমে যাওয়া।
----------------------------------------------------------
10. যারা বিড়াল পোষে তাদের আত্মহত্যা করার প্রবনতা থাকে । কুকুর পুষলে মানুষ উদার মনের হয়।
----------------------------------------------------------
11. মেয়েরা যতো মেধাবী হবে ততো প্রজননে অক্ষম হবে।
----------------------------------------------------------
12. কোনো ভীড়ের মধ্যে আমরা একসঙ্গে শুধুমাত্র দুইটি মুখমন্ডলের উপর দৃষ্টিপাত করতে পারি।
----------------------------------------------------------
13. আজথেকে একশত বছর পরে ফেসবুকে প্রায় 91 কোটি 60 লক্ষ মৃত ব্যক্তির প্রোফাইল থাকবে।
----------------------------------------------------------
14. 96 শতাংশ কিশোর কিশোরী সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগে তাদের মোবাইলফোনটা চেক করে।
----------------------------------------------------------
15. প্যারিসে একদিন এক মহিলা আত্মহত্যা করার জন্য আইফেল টাওয়ারের মাথা থেকে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য বশত এক গাড়ির উপরে পরেন এবং বেঁচে যান। ঐ গাড়ির চালক তথা মালিককেই পরে তিনি বিয়ে করেন।
----------------------------------------------------------
16. 1970 সালে বিশ্বের জনসংখ্যা ছিলো বর্তমান জনসংখ্যার অর্ধেক।
----------------------------------------------------------
17. গর্ভবতী অবস্থায় কোনো মা দুশ্চিন্তাগ্রস্থ থাকলে তার সন্তান পরবর্তীতে অল্পেই রেগে যাওয়া স্বভাবের হবে।
----------------------------------------------------------
18. প্রতি বছর পৃথিবীর মানুষের গড় আয়ু তিনমাস করে বাড়ছে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে।
----------------------------------------------------------
19. পৃথিবীর বেশিরভাগ মানুষের রক্তের গ্রুপ O+ এবং সবচেয়ে কম মানুষের রক্তের গ্রুপ AB- ।
----------------------------------------------------------
20. হেরোইন শুরুতে সর্দির ওষুধ হিসেবে ব্যবহৃত হতো।
----------------------------------------------------------
21. 1800 খ্রীষ্টাব্দ পর্যন্ত মানব সভ্যতা ক্যামেরায় যতো ছবি তুলেছে, আমরা এখন বিশ্বজুড়ে প্রতি দুই মিনিটে তারচেয়ে বেশি ছবি তুলছি।
--------------------------------------------------------
22. পুরুষ এবং মহিলা উভয়েই সুন্দর শরীরের চেয়ে সুন্দর মুখের অধিকারীকে জীবন সঙ্গী হিসেবে বেশি পছন্দ করে।
----------------------------------------------------------
23. আমাদের রোগপ্রতিরোধ সিস্টেম প্রতি দিন অন্তত একটি কোষ ধ্বংস করে আমাদের দেহের যা আমাদের ক্যানসার ঘটাবে।
----------------------------------------------------------
24. ডাক্তারদের খারাপ হাতের লেখার কারণে পৃথিবীতে প্রতি বছর প্রায় সাত হাজার রুগির মৃত্যু হয়।
----------------------------------------------------------
25. মোবাইল ফোন চার্জ করার সময় Airplane mode বা Flight mode সেট করে নিলে তিন ভাগের একভাগ সময়ে চার্জ হবে।
----------------------------------------------------------
26. যে বন্ধুত্ব সাত বছর পার করেও টিকে থাকে তা সারাজীবন টিকে থাকার সম্ভাবনা আছে।
----------------------------------------------------------
27. আয়নায় দেখার সময় আমরা নিজেকে প্রায় ছয়গুণ বেশি সুন্দর দেখি।
----------------------------------------------------------
28. মানুষ সত্যি কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে। মিথ্যা বলার সময় হাতগুলি লক্ষণীয়ভাবে স্থির থাকে।
----------------------------------------------------------
29. পরনিন্দা পরচর্চা স্বাস্থ্যের পক্ষে ভালো । এইসময় দেহে প্রোজেষ্টেরন হরমোন ক্ষরণ হয় যা দুশ্চিন্তা কমায়।
----------------------------------------------------------
30. কোনো নতুন অভ্যাস তৈরি হতে মানুষের সময় লাগে মাত্র একুশ দিন।
----------------------------------------------------------
31. মেয়েরা অন্যদের মুখ মনে রাখতে বেশি পারদর্শী বিশেষ করে অন্য মেয়েদের মুখ।
----------------------------------------------------------
32. আমরা প্রতি দিন সকালে বিকেলের চেয়ে প্রায় আধ ইঞ্চি বেশি লম্বা থাকি।
----------------------------------------------------------
33. Google প্রতি সেকেন্ডে প্রায় 929 ডলার আয় করছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় 55740 টাকা।
----------------------------------------------------------
34. মঙ্গল গ্রহকে লাল দেখায় কারণ এর মাটি লোহার অক্সাইড (Fe2O3) দিয়ে তৈরি।
----------------------------------------------------------
35. হিটলার আজীবন নিরামিশাষী ছিলেন এবং তার একটি শুক্রাশয় ছিলো।
----------------------------------------------------------
36. পরপর মোট 480 টি কলা খেলে কোন ব্যক্তি পটাশিয়ামের ওভার ডোজের কারণে মারা যাবে।
----------------------------------------------------------
37. যেসব ব্যক্তির জন্মমাস সেপ্টেম্বর বা নভেম্বর তারা সাধারণত অন্যদের চেয়ে দীর্ঘায়ু হন।
----------------------------------------------------------
38. ফোনে কথা বলার সময় মানুষ স্বাভাবিকের তুলনায় প্রায় তিনগুন জোরে কথা বলে।
----------------------------------------------------------
39. স্টাচু অফ লিবার্টির জুতোর সাইজ 941. হাতের মধ্যমার দৈর্ঘ্য আট ফুট।
----------------------------------------------------------
40. প্রতি সেকেন্ডে আমাদের চোখ প্রায় 40 টি স্থিরচিত্র মস্তিষ্কে প্রেরণ করে।
----------------------------------------------------------
41. মহাকাশচারী হতে হলে আপনার উচ্চতা 5'2'' এর কম এবং 5'7'' এর বেশি হওয়া চলবে না।
----------------------------------------------------------
42. মেরু প্রদেশে বস্তুর ওজন 3 শতাংশ কমে যায় ।
----------------------------------------------------------
43. পৃথিবীতে রবীন্দ্রনাথ ঠাকুর একমাত্র কবি যিনি তিনটি দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন। বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা।
----------------------------------------------------------
44. একমাত্র ভারতবর্ষ একটি দেশ যার সংবিধানে গরুর জন্যও আইন আছে।
----------------------------------------------------------
45. মহাকাশে কেউ স্বপ্ন দেখেনা এবং কান্না করলে চোখের জল গড়িয়ে পরে না।
----------------------------------------------------------
46. মানুষের মস্তিষ্ক পৃথিবীতে একমাত্র বস্তু যে নিজেই নিজের নামকরণ করেছে।
----------------------------------------------------------
47. মাছ এবং আঙ্গুরফল খেলে মেধা বা বুদ্ধাংক (I.Q) বৃদ্ধি পায়।
----------------------------------------------------------
48. রাশিয়ার ক্ষেত্রফল প্লুটোর ক্ষেত্রফলের চেয়ে বেশী।
----------------------------------------------------------
49. একমাত্র চিনের প্রাচীর মানুষের কীর্তি যা চাঁদ থেকে খালি চোখে দেখা যায়।
----------------------------------------------------------
50. পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের মস্তিষ্কে পরজীবী বাসা বেধে আছে।
----------------------------------------------------------
51. নতুন কলম হাতে নিলে বেশিরভাগ মানুষ তার নিজের নাম লিখে থাকেন।
----------------------------------------------------------
52. শুধুমাত্র মানুষ, বানর ও ডলফিন যৌনতাকে বংশবৃদ্ধি ছাড়াও আনন্দ উপভোগের জন্যও ব্যবহার করে থাকে।
----------------------------------------------------------
53. গর্ভবতী অবস্থায় মা যদি কোনো মারাত্মক রোগে ভোগে যেমন হার্ট অ্যাটাক, তখন গর্ভের শিশু মার সেই অঙ্গে স্টেম সেল পাঠিয়ে তা সারিয়ে তোলে।
----------------------------------------------------------
54. ভারতীয় মহাকাব্য মহাভারতের আয়তন গ্রীকের দুই মহাকাব্য ইলিয়াড ও ওডিশির চেয়ে প্রায় সাতগুণ বেশি।
----------------------------------------------------------
55. প্রতি 14দিন অন্তর পৃথিবীতে একটি করে ভাষার মৃত্যু ঘটছে।
----------------------------------------------------------
56. পৃথিবীতে সবচেয়ে জিরাফের রক্তচাপ বেশি।
----------------------------------------------------------
57. ম্যাডাম কুরি রেডিয়াম নামক তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তেজস্ক্রিয়তার কারণেই ক্যানসারে মারা যান তিনি এবং তাঁর নোটবুক এখনও তেজস্ক্রিয় রশ্মি ছড়ায়।
----------------------------------------------------------
58. ফর্মুলা ওয়ানের চালকেরা প্রায় পাঁচ গুণ বেশি মহাকর্ষ বল (5G) অনুভব করে তাদের ঘাড়ে। এতে তাদের ঘাড় যাতে না ভেঙে যায় সেজন্য তারা বিশেষ ভাবে তৈরি জ্যাকেট পরে রেসের সময়।
----------------------------------------------------------
59. আমাদের মুখ থেকে পাকস্থলিতে খাদ্যবস্তু পৌঁছোতে সময় লাগে প্রায় সাত সেকেন্ড ।
----------------------------------------------------------
60. যৌনতার সময় মানুষের প্রায় প্রতি ঘন্টায় 360 কিলোক্যালরি শক্তি খরচ হয়।
----------------------------------------------------------
61. পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল হোটেলের নাম Hotel President Wilson (জেনেভা)। এর একটি ঘরের ভাড়া একরাতে 83,200 ডলার বা ভারতীয় মুদ্রায় 49,92,000/= ।
----------------------------------------------------------
62. প্রশান্ত মহাসাগরের আয়তন ঠিক চাঁদের আয়তনের সমান।
----------------------------------------------------------
63. হাইতি নামক দেশে পৃথিবীর মধ্যে এইডস রোগির সংখ্যা সবচেয়ে বেশি। হাইতিতে প্রতি 50 জনে একজন ব্যক্তি এইডসের শিকার।
----------------------------------------------------------
64. একমাত্র আইসল্যান্ড একটি দেশ যে তার সংবিধান পুনঃ রচনার জন্য Facebook ব্যবহার করছে।
----------------------------------------------------------
65. একদা মিসিসিপি নদি ভূমিকম্পের ফলে বিপরীত দিকে প্রবাহিত হয়েছিলো যা এখনও বিদ্যমান।
----------------------------------------------------------
66. স্ত্রী লোকের শরীরে যখন ডিম্বানু তৈরি হয় তখন তার অজান্তেই তার কন্ঠস্বর উচ্চ হয়।
----------------------------------------------------------
67. পৃথিবীর সব পিঁপড়ের ওজন পৃথিবীর সব মানুষের ওজনের চেয়ে বেশি।
----------------------------------------------------------
68. আমাদের মস্তিষ্ক মাত্র 150 টি দৃঢ় সামাজিক সম্পর্ক বজায় রাখতে সক্ষম।
----------------------------------------------------------
69. মিশরের পিরামিডের মধ্যে মমির পাশে রাখা তিন হাজার বছরের পুরনো মধু এখনও খাওয়ার যোগ্য আছে ।
----------------------------------------------------------
70. নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম তার বাম পা ফেলেছিলেন।
----------------------------------------------------------
71. ছেলেদের তুলনায় মেয়েরা প্রায় দ্বিগুণ বার চোখের পাতা ফেলে।
----------------------------------------------------------
72. হিরোসিমায় পারমানবিক বিস্ফোরণের পরও এক ব্যক্তি বেঁচে ছিলেন যিনি 1951 সালে বস্টন অলেম্পিকের ম্যারাথন দৌড়ে অংশ গ্রহণ করেছিলেন এবং পুরস্কারও জিতেছিলেন।
----------------------------------------------------------
73. জাপানের স্বাক্ষরতার হার 100% এবং কিউবার 99.8% ।
----------------------------------------------------------
74. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 20 লক্ষ জার্মান মহিলা ধর্ষিতা হয়েছিলেন কুখ্যাত লাল বাহিনীর দ্বারা, যাঁদের বয়স ছিলো 13 থেকে 70 বছর।
----------------------------------------------------------
75. পৃথিবীর সবচেয়ে বেশি ভ্রমণকারী যায় ফ্রান্সে। 2012 সালে ভ্রমণকারীর সংখ্যা ছিলো আট কোটি ত্রিশ লক্ষ।
----------------------------------------------------------
76. পৃথিবীর দ্রুততম মানুষ উসেইন বোল্ট যদি চাঁদে দৌড়ে যান তাহলে চাঁদে পৌঁছোতে তাঁর সময় লাগবে এক বছর।
----------------------------------------------------------
77. একটি কাঠপেন্সিল দিয়ে প্রায় 50 হাজার শব্দ লেখা যায় অথবা প্রায় 35 মাইল দীর্ঘ রেখা আঁকা যায়।
----------------------------------------------------------
78. আইসল্যান্ড দেশটির কোনো সেনাবাহিনী নেই এবং এটি পৃথিবীর একটি অন্যতম শান্তিপূর্ণ দেশ।
----------------------------------------------------------
79. ফেসবুকের প্রোফাইল-ছবিতে যদি দুইজনের ছবি থাকে তাহলে সেটি অপেক্ষাকৃত অসুন্দর দেখতে ব্যক্তির প্রোফাইল হওয়ার সম্ভাবনা বেশি ।
----------------------------------------------------------
80. একটি অংক... 111,111,111 কে 111,111,111 দিয়ে গুণ করলে গুণফল হবে... 12345678987654321
----------------------------------------------------------
81. যে মেয়ের জীবনে পিতা অনুপস্থিত থাকে সে খুব অল্প বয়সেই শারীরিক পরিণতি পায়।
----------------------------------------------------------
82. পটেটো চিপস্ এর প্যাকেটে যে বাতাস ভর্তি থাকে তা আসলে নাইট্রোজেন গ্যাস। এটা চিপস্ কে শক্ত, মুড়মুড়ে রাখে এবং পরিবহনের সময় ভেঙে যাওয়া থেকে বাঁচায়।
----------------------------------------------------------
83. আবেগজনিত ব্যথা শুধুমাত্র 12মিনিট স্থায়ী হয়। এর বেশি সময় হলে সেটা আমাদের নিজেদের তৈরি।
----------------------------------------------------------
84. যে মেয়ে তার পিতাকে বিশ্বাস করে সে তার প্রেমিককেও খুব বিশ্বাস করবে।
----------------------------------------------------------
85. চিন দেশের জনসংখ্যা প্রায় 131কোটি। এর মধ্যে প্রায় 50কোটি অধিবাসী দাঁত মাজে না।
----------------------------------------------------------
86. আমরা যখন একটা পদক্ষেপ নিই তখন প্রায় 200টি পেশি ব্যবহার করে থাকি।
----------------------------------------------------------
87. প্রাচীন গ্রীসে একমাত্র যৌনকর্মিরা ঠোঁটে লাল লিপস্টিক ব্যবহার করত যৌন আবেদন বাড়ানোর জন্য।
----------------------------------------------------------
88. পৃথিবীতে মানুষ একমাত্র প্রাণী যে গাছ কেটে কাগজ তৈরি করে এবং সেই কাগজের উপর লেখে "গাছ লাগাও প্রাণ বাচাও"।
----------------------------------------------------------
89. যে ব্যক্তির শরীর থেকে সুগন্ধ বের হয় তার প্রতি আমরা আপনা আপনিই আকৃষ্ট হই।
----------------------------------------------------------
90. আমরা একসঙ্গে নাকের দুটো ছিদ্র দিয়ে শ্বাস নিই না। এক সময়ে একটিই ব্যবহার করি এবং প্রতি দু'ঘন্টা অন্তর পরিবর্তন করি।
----------------------------------------------------------
91. আমাদের চোখের কর্ণিয়া হলো একমাত্র অংশ যা সরাসরি বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করতে সক্ষম।
----------------------------------------------------------
92. মহাকাশের গন্ধ গলিত লোহা থেকে বেরিয়ে আসা ধোঁয়ার মতো ।
----------------------------------------------------------
93. রাশিয়ার মস্কো অভিযানের সময় হিটলারের গোপন পরিকল্পনা ছিলো সেখানকার অধিবাসীদের হত্যা করা এবং মস্কোকে একটা হ্রদ তৈরি করা।
----------------------------------------------------------
94. মানুষ চার বছর বয়স থেকে মিথ্যা কথা বলতে শুরু করে।
----------------------------------------------------------
95. চাঁদের মাটিতে এখনও পর্যন্ত কোনো মহিলা পদার্পন করেননি।
----------------------------------------------------------
96. পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশের নাম ডেনমার্ক এবং সবচেয়ে অ-শান্তিপূর্ন দেশ ভেনেজুয়েলা।
----------------------------------------------------------
97. পৃথিবীর অধিকাংশ বিলিওনেয়ার স্কুল শিক্ষিকাকে বিবাহ করেছেন।
----------------------------------------------------------
98. কোকাকোলা এবং পেপসিতে গোপনে সামান্য অ্যালকোহল মিশানো হয় আসক্ত করার জন্য। এটি কোম্পানির একটি টপ সিক্রেট বিজনেস পলিসি।
----------------------------------------------------------
99. পৃথিবীতে প্রায় 500 টি সক্রিয় আগ্নেয়গিরি আছে।
----------------------------------------------------------n
100. সৌদি আরব এবং ভেনেজুয়েলাতে পানীয় জলের চেয়ে পেট্রোলের দাম কম।
---------------------------------------------------সংগৃহীত।