লেখার ডাগর মাঠ


বুধবার, জুন ২১

আমার কথা

আমার একটা ঘর ছিল । ঘরটা এখনও আছে । তবে অন্যের আণ্ডারে । ঐ ঘরে আমি অনেক কিছু রেখে এসেছি । আমার বন্ধু , আমার আনন্দের দিন , আমার ভালবাসা , আমার শিল্প ও শিল্পী জীবন । তবে ঘরটাতে গীটারের মূর্ছনায় সব সময় জমজমাট থাকত । হুম বন্ধুরা আমাকে আমার একলা হয়ে যাওয়ার যে যন্ত্রণাটা ওরা আমার নিবারণীয় মালিশ ছিল । ওরা সবাই আছে । ঘর আছে , বন্ধুরা আছে , শুধু আমরা চার’জন নেই । এক আমি , দুই পার্থ তিন গুরুদাস চার দেবাশীষ । তাছাড়া ঘরের কাছাকাছি সবাই আছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন