লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, জুন ৮

ধর্ম

তুমি যাকে ধর্ম বলো , তাকে আমি পোষাক বলি
তুমি যাকে ধর্ম বলো, তাকে আমি খাদ্য বলি
তুমি যাকে ধর্ম বলো , তাকে আমি বাসস্থান বলি
তুমি যাকে ধর্ম বলো , তাকে আমি বৃক্ষ বলি
তুমি যাকে ধর্ম বলো , তাকে আমি নদী বলি
তুমি যাকে ধর্ম বলো , তাকে আমি ভয় বলি
তুমি যাকে ধর্ম বলো , তাকে আমি জনবল বলি
তুমি যাকে ধর্ম বলো , তাকে আমি জনবানী বলি

হে ঈশ্বর আমরা যে পাপ করি তা তোমার সৌভাগ্য....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন