লেখার ডাগর মাঠ


শনিবার, জুন ২৪

তন্তু রশ্মি , সাড়ে তিন হাত জন্মভূমি

তন্তু রশ্মি , সাড়ে তিন হাত জন্মভূমি
দেবজ্যোতিকাজল

বাবার মৃত দেহের মত শুয়ে আছে বিকেল
কত বিকেল ফেলে আসা প্লাটফর্মের মত আহত স্থির জল করতোয়ায় ভাসে । আমি সেজলে মাছরাঙ্গা হয়ে ওৎপাতি । তার ঢেয়ের ভাঁজে ।

আমার ঘর বরাবর রাস্তাটাই বৈকাল্য অপেক্ষ পথ ।
বন্ধুদের মেরুদণ্ডে । আমার প্রতীক্ষার মন্দবাসা । দাঁড়িয়ে থাকা কিশোর ঘুম । যৌবনের বিউটি পার্লার

তুইটা যখন তুমি । তখন শুরু হয় ভালবাসা । ছুঁতে যাওয়া চঞ্চলতা প্রজাপতি । প্রথম আবেদন ।

সেসব আমার পিছে দাঁড়িয়ে মেরুদণ্ড গলায় । ক্যানভাসে চুঁইয়ে যায় অআশমান রং আর হেমন্তের হলুদ পাণ্ডর দেহ । চোখের কাছে শুকায় মৃত জল ।
দুভাগ দেহটা দুহাত মাপে
পূর্ব পশ্চিম বুকের বর্ষাতি । চোখের কাছে শুইয়ে থাকা সাড়ে তিন হাত জন্মভূমি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন