লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, জুন ২২

বিবেকানন্দের রোগ সমূহ

বিবেকানন্দের রোগ সমূহ :-
1) মাথার যন্ত্রনা 2) টনসিল       3) সর্দিকাশি 4) মারাত্মক হাঁপানি 5) টাইফায়েড              6) ম্যালেরিয়া 7) নানাবিধ জ্বর
8) লিভার ব্যাধি 9) বদহজম
10) পেটের গোলমাল              11) ডায়ারিয়া 12) ডিসপেপসিয়া  13) পাথুরী রোগ 14) নিদ্রাহীনতা
15) ল্যাম্বেগো রোগে কোমরের যন্ত্রনা 16) ঘাড়ের ব্যাথা          17) বাইটসডিজিজ 18) কিডনির অসুখ 19) শোথ - পা ফোলা
20) অ্যালবুমিন ইউরিয়া        21) রক্তাক্ত চক্ষু 22) একটি চোখে সম্পূর্ন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা
23) অকাল বার্ধক্যে চুল দাঁড়ি সাদা হয়ে যাওয়া 24) স্নায়ু রোগ -  নিউরোস্হানিয়া 25) রাত্রে প্রচন্ড গরম অনুভব করা 26) গরম সহ্য করার অক্ষমতা 27) অল্পে ক্লান্ত হয়ে যাওয়া 28) সি- সিকনেস
29) সানস্ট্রোক 30) হার্টের রোগ
31) উদরি - পেটে জল জমা ।

সূত্র : অচেনা অজানা বিবেকানন্দ  শংকর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন