লেখার ডাগর মাঠ


শুক্রবার, জুন ২৩

সোনালী ফিতে

রাতের মধ্যেই মেয়েটি পোয়াতি হবে । লিভটুগেদার । চুলের ফিতেতে চারু ।

নারী স্বাধীনতা । নারীবাদী পুরুষ । মানচিত্রে ভারত । চাই মানবিক যৌনাঙ্গ । গভীর চুমু

নারী শাসিত দেশ । তবু নারী পরাধীনতা ।
পায়ের কাছে দাঁড়িয়ে থাকে লিলিপুট আশা ।

হে ভিক্টরিয়া সবুজ মাঠ লিঙ্গ । রাত্রি জাগে সরকারি কন্যাশ্রী । ১৮ নীচে বিবাহ অপরাধে ।

নদীর কাছে এক পা দু পা মাছরাঙ্গা ঝুপ
গ্রাম্য বঁধুয়া , কবে যৌবন শুরু শেষই বা কবে ; মরদের লিঙ্গ ভাঙ্গা অতৃপ্ত শ্লোগান

হে নারী ! তুমি পুরস্কারের রাজনীতি ।
এত গর্বের সূঠোল স্তন মাতৃত্বহীন পোয়াতি বুক । পোয়াতি ভ্রণে জলের নদী । পুরুষ চাই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন