লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, জুন ১

রাজনীতি

নিকৃষ্টতম মূর্খ হচ্ছে সে , রাজনৈতিক ভাবে এক্কেবারে নির্বোধ । সে শুনতে চায়না , সে বলতেও চায় না । রাজনৈতিক বিষয়ে অংশ গ্রহনও করতে চায়না । সে জানে না , জীবনের দাম । ধান , মাছ , আটা , বাস ভাড়া , জুতো বা ঔষদের দাম-সব কিছু নির্ভর করে রাজনৈতিকের উপর । এই রাজনৈতিক গবেটেরা এতই মূর্খ যে বুক ফুলিয়ে গর্ব করে বলে ,আমরা অরাজনীতিক , রাজনীতিকে ঘৃণা করি । ঔ নির্বোধরা জানে না , তার রাজনৈতিক বোধহীনতা থেকেই জন্ম নেয় ভবঘুরে , পতিতা , পথের ধুলোয় পড়ে থাকা শিশু এবং সবচেয়ে নিকৃষ্ট ভণ্ড রাজনীতিক , দূর্নীতিবাজ দেশি , বিদেশি কর্পোরেট কম্পানীর চাকর দালাল ।
    
      -বের্টল্ট ব্রেশট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন