লেখার ডাগর মাঠ


শনিবার, জুন ৩

বাণী

‘ধর্ম’ আর ‘মানুষ’ হিসেবে আমরা আলাদা । কেননা শ্রেষ্ট জীব হিসেবে আমরা সবাই মানুষ । কিন্তু মানুষ হিসেবে আমরা সবাই ধার্মীক নই । অনেকেই আছেন নাস্তিক । যারা প্রচলিত ধর্মের বিরুদ্ধে । আবার মতো বিরোধের জন্য পৃথিবীর সমস্ত মানুষ একই ধর্মের অনুগামি নয় । তবুও আমাদের সমষ্ঠিগত পরিচয় আমরা ‘মানুষ’ । এই সত্য কে আমরা কখনই অস্বীকার করতে পারি না ।

        - নাস্তিক দেব
..........................................
ভীতুদের মনের ভিতর হাজার রকমের অজুহাত আনাগোনা করে....।

- নাস্তিক দেব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন