লেখার ডাগর মাঠ


মঙ্গলবার, জুন ৩০

সূর্যগ্রহন ও চন্দ্রগ্রহন

চন্দ্র গ্রহন ও সূর্য গ্রহন কেনো হয় তা শিক্ষিত হিন্দুরা জানেন । অনেকে আবার লেখাপড়ার জীবনে পরীক্ষার খাতায় লিখে ফুলমার্কও পেয়েছিলেন । তারপরও এই শিক্ষিত ব্যক্তিরা গ্রহনের সময় , না খাওয়া , হাগু না করা কে বিজ্ঞান ভাবেন । কেউ কেউ আবার খোল কর্তাল নিয়ে কীর্তণে বসে পড়েন । 

আমার মতে এই জাতি কতটুকু বিজ্ঞান মনস্ক ভাবা যেতেই পারে । কেনোই বা তারা এই সব অবিজ্ঞান থেকে বের হতে পারছে না ?
কে শেখাবে এদের যা পাঠ্য পুস্তকে পড়েছিলে সেটিই ঠিক । তুমি ভুল ।

মহাকাশ বিজ্ঞানে রাহু ও কেতু নামে কোন গ্রহ নেই ।
আপনারা কি জানেন , জ্যোতিষীরা চন্দ্র ও সূর্যকেও গ্রহ বলেন । এই একটা সহজ ভুলকেও মানুষ হাজার হাজার বছর ধরে বিশ্বাস করে চলছে । চন্দ্র ও সূর্য একটি গ্রহ । কিন্তু আমরা সবাই জানি , সূর্য একটি নক্ষত্র , চন্দ্র একটি উপগ্রহ ।