লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, মে ২৪

একটি প্রচেষ্টা

জ্যোৎস্নার সন্তরণ
ছায়াময় লাশ
ভিজে চামড়া , উজ্জ্বল কাপড়
সাদা-সাদা পালক -আজ
আমার আধুনিক কবিতা

বুধবার, মে ৯

চৌতিরিশ বছর পর

চৌত্রিশ বছর পর
দেবজ্যোতিকাজল

ভুলের কাছে বুকের জ্বালা
সাপের মত ছোবল মারে
আকাশটাকে ফুল ভেবে ভুল
বুঝতে পারি সব হাড়ে হাড়ে।

সব সত্যি মিথ্যা না-কি
ভরসাগুলি ঝড়ে ওড়ে
গণতন্ত্রের মুক্ত হাতের
তালির আওয়াজ কেঁদে মরে ।

কোনটা আসল কোনটা নকল
কাকে বোঝাই কে বোঝে
গণতন্ত্র আর উন্নয়ণ সব
লাঠি হাতে লাঠিয়াল সাজে ।

শনিবার, মে ৫

প্রথম ও দ্বিতীয় প্রেম

প্রথম ও দ্বিতীয় প্রেম
দেবজ্যোতিকাজল

ঘুরে দাঁড়ায় আমি
দীর্ঘ নীরবতার পর
        নিষ্ঠুর বৃষ্টির মত
কখনও আবার খোঁদাই করা
                          বাটালের মত ।

আমাকে আমি চিনি না
কিম্বা বুড়ো হবার ঠিকানা ।

পথের সাথে গল্প ধরি
ঠিকানা নেই একটি মেয়ের
তারপর অকস্মাৎ বদলে যায়
আমার প্রেমের মায়ারা
তাই, লজ্জাই গাছ হয়ে দাঁড়িয়ে পরি ।

যারা আমার হৃদয় জাগায়
তাদের আমি -
লুকিয়ে রাখি পিদিমের ছায়ায়,
আমি তখন সহস্র নত হতে হতে
বশ মানি গৃহপালিত পশুতে ।