লেখার ডাগর মাঠ


বুধবার, মে ৯

চৌতিরিশ বছর পর

চৌত্রিশ বছর পর
দেবজ্যোতিকাজল

ভুলের কাছে বুকের জ্বালা
সাপের মত ছোবল মারে
আকাশটাকে ফুল ভেবে ভুল
বুঝতে পারি সব হাড়ে হাড়ে।

সব সত্যি মিথ্যা না-কি
ভরসাগুলি ঝড়ে ওড়ে
গণতন্ত্রের মুক্ত হাতের
তালির আওয়াজ কেঁদে মরে ।

কোনটা আসল কোনটা নকল
কাকে বোঝাই কে বোঝে
গণতন্ত্র আর উন্নয়ণ সব
লাঠি হাতে লাঠিয়াল সাজে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন