লেখার ডাগর মাঠ


সোমবার, অক্টোবর ৩০

আমি একটি জলপ্রপাত

আমি একটা জলপ্রপাত
দেবজ্যোতিকাজল

      আমি শুধু আমার জন্য–
   আমি মানুষ হিসেবেও একা ,
     আমার কোন ঠিকানা নেই
রৌদ্রে শুকিয়ে যাযাবর মেঘ হয়ে গেছে ।

       আমি যখন অনুমান করি-
      দেবতার ক্রোধে হাত রেখে
আমার অনুমান নক্ষত্রের বিরুদ্ধে দাঁড়ায়
আমার জিভ পাহাড় হয়ে প্রতিধ্বনী পাঠায়-
                                     আমি কে ?

           আমি একটি জলপ্রপাত
           আমি একটি শষ্য-মারাই যন্ত্র
           আমি একটি ক্যাসকেডিং খাড়াবাঁধ ।

              না , আমি হতাশা নই
                  কারণ আমি বঞ্চিত
              না , আমি হতাশা নই
        কারণ আমি যা চাই তা পাই নি ।

     আমার প্রান্তের কোন সীমানা নেই
     আমার বাতাসে কোন বিশৃঙ্খলা নেই

আমার একজোড়া পায়ে কোন মেরুদণ্ড নেই
আমার নগ্ন একজোড়া একাকী পা
               রঙিন মিশ্র রাত খোঁজে,
                খোঁজে সেক্সভিস্ট গদি ।

না, আমি কখন খুঁজে পায়নি কিছু
কারণ বালিশের পাশেই ছিল প্রাচীর ।

                 শুধুমাত্র আমি আমার
               দয়া করে ধাক্কা দিও না
                   প্লীজ বাধিয় না যুদ্ধ ।

         আমি একাএকাই মরতে চাই
  বেঁচে থাকতে হতে-চাই জলপ্রপাত
  মুক্ত সাহস , মহাসাগর তরঙ্গ...।

আমার নাম সত্য ও অন্তর্বেদনা
আমি অধরা-কয়েদি ব্রহ্মাণ্ডে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন