লেখার ডাগর মাঠ


মঙ্গলবার, অক্টোবর ৩

আমার কথা

গাঁধীজি’র সাথে আমার পরিচয় :

তখন একাত্তুরের যুদ্ধ শেষ হয়েছে । বাংলাদেশীরা দেশে ফিরে নতুন জীবন শুরু করছেন । আমি তখন প্রাইমারীতে ভর্তি হয়েছি । একাত্তুরের বেশ কয়েক বছর পর । আমাদের ঘরে একটা নষ্ট চামড়ার সুটকেস ছিল । তাতে পুরোনো নষ্ট হওয়া বই থেকে ছেঁড়া কাপড় জামা ছিল । কোনো ভাবে পশ্চিমবঙ্গের প্রাইমারী স্কুলের একটা বাংলা পাঠ্য বই আমার নজরে পড়তেই । আমি বইটা সুটকেস থেকে বের করে । পড়াতে শুরু করি । সেই বইয়ে ছিল করম চাঁদ গান্ধীর জীবনী । জীবনীটা বারবার পড়তাম । সেই প্রথম জানা গাঁধীজিকে । এখন আরও অনেক কিছু জানি তাঁকে নিয়ে । যেমন আবাক হই তেমনি আবার মনের ভিতর অনেক প্রশ্নও জাগে তাকে নিয়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন