লেখার ডাগর মাঠ


রবিবার, অক্টোবর ৮

মেঘফুল মেঘলা তুমি

বর্ষা বুড়ি উঠোন জুড়ে , মেঘফুল
ঘুম চোখ , সকাল সকাল গন্ধ রাত
চাঁদের ফাঁকে , ক্লান্ত শরীর হাসে
পেরোয় পথ ,অনেক নদী ,দীঘি-খাত

ভিজে গেছে মাঠের মাথা , ঘাসফড়িং
গাছের পাতা চেয়ে আছে , চারপাশে
রাতের মত এলে তুমি , একসা ভিজে
ঘুম পাড়ানি গান গেয়ে সে-কাছে বসে ।

বৃষ্টি তুমি দিশেহারা , শহর পথে পথে
ঘুরছো তুমি যাযাবরে , রুদ্র দলে দলে
ফিরতি পথে আমায় ডেকো, রইব কানপেতে
রেল গাড়িটা শীতে কাঁপে , বৃষ্টি জলে জলে ।

মেঘে মেঘে বিয়ে দিয়ে রাখব তাকে কাছে
শেয়াল কুকুর থাকবে কিন্তু সহজপাঠে
এক পাশেতে থাকবে তুমি, অন্য পাশে রোদ
আমরা সবাই বসবো হেসে , ফুঁচকা খাওয়া মাঠে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন