লেখার ডাগর মাঠ


সোমবার, অক্টোবর ২৩

যখন তুমি দূরে সরে গিয়েছিলে

যখন তুমি দূরে সরে গিয়েছিলে
দেবজ্যোতিকাজল

চিন্তা করো না মেয়ে ,
আমি প্রতারক নই ।

তুমি আমার
সকালের সূর্য হবে ;
নরম উত্ফুল্ল বাতাস হবে ,
এবার ঘুমাও তো, নরম চোখে ।

তুমি আমার
অতি দুষ্টু উপশম প্রজাপতি হবে
তুমি ঘাস হবে গোলাকার উদ্যানে
ফুলের ছন্দ-তালে উড়ে বেড়াবে ,
তুমি ঘুমাও তো-
আমার বুকের বালিশে ।

তোমাকে আমি
পেইন্টবল পিস্তলে আঁকড়ে ধরব
ঘুম পাড়ানি অন্ধকার মুঠোয় নিব
অপ্রচলিত লজ্জা ছিঁড়ে -
তোমার স্তনে দিব
কথা দিলাম , কথা রাখব
তুমি এবার ঘুমাও নিশ্চিন্তে
আমার হৃদয় খুঁজে নিয়ে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন