লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, অক্টোবর ২৬

ঝোড়ো শ্লোগ

ঝোড় শ্লোক
দেবজ্যোতিকাজল

ওহ , আমার সমাজ
আহ্ , সমাজ
দূর্নীতিগ্রস্ত এবং সংবিগ্ন
তুমি কোথাও একটা ভুল ।


শিশুর কান্না থেকে মৃত্যুর ঘ্রাণ আসে
সাক্ষ্য বহনে ভুলে যায় মৃত্যু
পৃথিবী ফিরে যায় ঋতুর ছাড়পত্রে ।

আমাদের ঘাতক করেছে
অহংকারী স্বর্গ
ঈশ্বরের ঠোঁটে মৃত্যুর প্রফুল্ল গন্ধ ।

মাতাল রাত পাহারাদারের পদচিহ্ন
মৃত শরীর ,যেনো নির্জন বাড়ি
শুধু দিগন্ত প্রান্তে বেপরোয়া শোক
রাতের চোখ শিকার খোঁজে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন