লেখার ডাগর মাঠ


শুক্রবার, ডিসেম্বর ৩০

ফ্লোরাল মিথ্যাচার

সত্য বিধ্বংসী
ভাল এবং আরামদায়ক মিথ্যা

একটি অসুবিধাজনক শব্দ সত্য
একটি সুবিধাজনক শব্দ মিথ্যা

সত্য চলে গেলে
দাঁড়িয়ে থাকে টকটকে মিথ্যা
এখন উপায় কি ?

মাঝে মাঝে মনে হয় সকল উপায় মিথ্যা
ভালবাসার সাথে আমি দৈনন্দিন অসুন্দর
গোল গোল কবিতা , একসঙ্গে বসবাস, তাসের ঘর
শুধু কয়েক গজ দূরে পিচ কালো শূন্যস্থান ,
রুথ রাজ্য ।

অসাড় অবস্থায় হৃদয় ও মন
সত্য বিশ্বাসী মিথ্যার উপর চিন্তা
ভার্জিন সাদা চোখ
প্রলুব্ধকর মিথ্যা হলুদ স্পষ্ট
সেই সুবর্ণ চোখ বিশ্বাস করে না
সামান্য উঁকি দেয় টুটাফাঁটা জার্নালে ।

রোহিঙ্গাদের সত্য বাংলাদেশে এসে মিথ্যা হয়
সত্য ঘুমিয়ে স্বপ্ন , মিথ্যা বালিশে রাত্রি জাগে
অন্ধভাবে যে সম্পর্কের দাম চুকায় চিরকুমার
ডাক পিয়নের কাছে দেওয়া আছে কৈফিৎ চিঠিটি ।

মাঝে মাঝে মনে হয় মিথ্যা অনিবার্য টকটকে লাল
হ্যাঁ ঠিক ফ্লোরাল মিথ্যাচার......।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন