লেখার ডাগর মাঠ


মঙ্গলবার, ডিসেম্বর ২৭

আঁচড়

মেঘ গুড়গুড় মাদল বাজে
ধু-ধু বাঁশি , ভালবাসা , সুরের ফিটব্যাক
চৈত্র টাটা , বাই বাই রেড লেটার
ভেজা গান ,পুরাতন সুর , তোলা থাক ।

তোমার জন্য কবিতা , প্রপাত প্লেব্যাগ
চলে গেছে যে-দিন, কিশোরী নখের আঁচড়
জ্বরের গন্ধ ধূসর তুমি ,কামনায় বৃষ্টি দংশন
জোয়াড়ে গা ভাসিয়ে , খেলি জোড়-বিজোড় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন