লেখার ডাগর মাঠ


সোমবার, ডিসেম্বর ১৯

গরীব


কি লিখি ! দূর হতে তাই ,ওদের প্রনাম করি
ওদের দেহে আছে লেখা
তাই রাজা-কবি উদাসীন
সবাই খেলে পুঁজি করে
পাথর ছুঁড়ে রাত্রি-দিন ।

এ বড় বেসাতী মজার দোকানদারি ।
দূর হতে তাই ,ওদের প্রনাম করি ।

দুর পাহাড়ে বস্তা বন্দি ওদের চোখের জল
রাজনীতিতেও প্রধান মুখ ওরাই সমতল ।

সবার পেটের দায়ে ,ওদের পেটে বুলি ছুঁড়ি
দূর হতে তাই , ওদের আমি প্রনাম করি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন