লেখার ডাগর মাঠ


সোমবার, ডিসেম্বর ১৯

45 বছর


পঁয়তাল্লিশ পেরিয়ে তুমি ,আমার বয়সী হলে
জন্মিয়ে ছিল যে মা-টি ফেলে গেছে চলে
শীতের রাতে আগুন চুরি
কেঁদে ভাসায় বৃদ্ধ বুড়ি ।
গরীব খানায় বাইজী নাচে উপহাসের তলে ।

পঁয়তাল্লিশ বছর পেরিয়ে তুমি মাতৃহারা ওম
জন্মিয়ে ছিল যে মা-টি তারেই বানালো ডোম
শীতের রাতে আগুন চুরি
কেঁদে ভাসায় বৃদ্ধ বুড়ি
বুদ্ধিজীবির ,বুদ্ধিহীনতায় মরে গেছে কলম ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন