লেখার ডাগর মাঠ


রবিবার, ডিসেম্বর ২৫

মানুষের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার কোনটি ?

মহাকাশযান না সুপার কম্পিউটার ? এই প্রশ্নের জবাবে নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী সুব্রহ্মণ্যম চন্দ্রশেখরের উত্তর ছিল, ' মানুষের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হল ঈশ্বর । সব আনন্দ ও দুঃখের দায়ভার তাঁর কাধে চাপিয়ে দিতেই মানুষ ঈশ্বরকে আবিষ্কার করেছে ।' ঈশ্বর সৃষ্টির এইটিই বোধকরি অন্যতম সুন্দর বিজ্ঞানসন্মত ব্যাখ্যা । প্রশ্ন আসতে পারে ঈশ্বর জড় না জীব ? বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আগে মহূর্তে তেঁনার অবস্থান কোথায় ছিল ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন