লেখার ডাগর মাঠ


মঙ্গলবার, ডিসেম্বর ২৭

শেষ সুন্দরটা স্রোত

তোমার জন্য কবিতা লিখি
ভালবাসা , অন্তরবাস তাই খুলে রাখি
সাওতালী হয়ে বুকনি পড়ি
যা-তে খুলে না পরে যৌবন ।

তোমার জন্য আমি নারী
যত্ন করে রাখি তোমার প্রসাধনী দেহ
বিব্রত বোধ করি না চুমু দিতে
নির্বোধ যুদ্ধটাও তোমার জন্য তুলে রাখি ।

অনুমতি দিলাম-
আমাকে পয়েন্ট আউট কর
এই সন্ধ্যা তোমার জন্য উৎসর্গ
পুরো বিশ্ব অস্বীকার করলেও ‘তোমার ’
চমৎকার আবহাওয়া , সুন্দর শিল্প
চোখ খোলা অধিকার নিয়ে প্রতীক্ষা
আগুন আহ্লাদ তৃষ্ণার্ত উষ্ণ সূর্য্য ।

কত রকমের সুন্দর দাঁড়িয়ে আছে পাশে
একটি সুন্দর মিথ্যা
একটি সুন্দর দীর্ঘশ্বাস
একটি সুন্দর শব্দ
একটি সুন্দর শৈলী
একটি সুন্দর স্রোত......

তুমি ভেবনা , লজ্জা পেলে অন্ধকার দ্বীপ হয়ে এসো
সমাজ কে লুকিয়ে রেখে এসো
জীবিত সৌন্দর্যের ঐশ্বরিক ঈশ্বর
অবিশ্বাস স্থাপন করেছি ‘এই সন্ধ্যায়

আমার নরম ঠোঁট ঘড়ির কাঁটায় সরব ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন