লেখার ডাগর মাঠ


শনিবার, ডিসেম্বর ২৪

নির্জন সাম্রাজ্য

ওরা খেটে খায় । শ্রমজীবি ।
কর্ম জানা মানুষ । শোষিতজীবি ।
মেনে চলাতে ওদের কমতি নেই
চৈত্র দাবানল ঠোঁটে ক্ষুধার্ত জবুথবু হাসি
অলিখিত পেশি কর্মকাণ্ডে সর্বস্বান্ত যন্ত্রণা ।
আসা-যাওয়ার লাইনে গ্রীষ্মবাস ,
ঘামের শ্বাসনালীতে বন্য পীত ঢেউ
জমে থাকে পরিশ্রমের মজুরী ।

যাদের ক্ষুধা , একটি নীরব শব্দ , নীরব ঠাট্টা
বিশ্বায়নের ভোট যন্ত্রণায় তারা নীরিহ দর্শক
জ্বলজ্বল অন্ধকার তরঙ্গ চওড়া জীবনি শক্তি
অভিশাপ্ত বিন্দু বিন্দু ঘামে বায়ুহীন অগ্রসর
ওরা ভাগ্যবাদের স্বীকার পরিহাসের সর্বহারা।

সংজ্ঞানাশ ঈশ্বরের আশির্বাদে অজ্ঞান -
পৃথিবী বন্য নীল । নির্জন সাম্রাজ্যে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন