লেখার ডাগর মাঠ


রবিবার, ডিসেম্বর ২৫

ধর্ম ও নারী ।। পর্ব~ ২

নারী কি বাচ্চা জন্ম দেওয়ার মেশিন?
আর্য ঋষিরা ঘোষণা করেছিলেনকরেছিলেন মনুষ্যমাত্রই অমৃতের পুত্র ( কন্যাদের কথাকথা তাদের মনে পড়েনি) ৷ আর সেই অমৃতের সন্ধান মিলে সনাতনী ধর্মে ৷ ওল্ট টেস্টামেন বাইবেলের মতে -স্ত্রী'র সন্তান না হওয়া মহাপাপ ৷

সন্তান কী শুধু নারী জাতির কারণেই হয় না? সন্তান না হওয়ার কারণ নারী নারী-পুরুষ উভয়েই দায়ী থাকতে পারে ৷
মনুর বিধানে আছে, " গর্ভধারণের৷জন্য স্ত্রীলোক এবং গর্ভ উৎপাদনের জন্যই পুরুষের সৃষ্টি৷ ( ৯ম অধ্যায়, শ্লোক ৯৬) একদম শরীর বিজ্ঞান বিরোধী কথা ৷ সন্তান সৃষ্টির ক্ষেত্রে শুধুই পুরুষ? না ৷ শুক্রকীটের সঙ্গে ডিম্বকোষের মিলনে হয় সন্তান ৷ সন্তান সৃষ্টির ক্ষেত্রে নারী পুরুষ উভয়ের প্রয়োজন ৷ শুধু পুরুষ নয় ৷

পাষণ্ড মনু তার ( ৯: ৪) বলেছেন-"নিঃসন্তান স্ত্রী'কে বিয়ের দশ বছর পরে ত্যাগ করা যায় ৷ যে স্ত্রী'র শুধুমাত্র কন্যা সন্তানের জন্ম দেয় তাকে ত্যাগ করা যায় বারো বছর পর ৷ কী অদ্ভূত বিজ্ঞান বিরোধী আইন ৷ স্ত্রী জাতীর পেটে কন্যা হবে না পুরুষ সন্তাৱ হবে তার দায়ভার স্ত্রীলোককে বহন করতে হবে ৷ তারজন্য আবার কী নির্দয় শাস্তি ৷

আমরা আজ জানতে পেরেছি ৷৷ বিজ্ঞান আমাদের বলেদিয়েছে একজন স্ত্রী'লোকের পেটে "কন্যা সন্তান এলে তার জন্য দায়ী সন্তানের বাবা, ,মা নয় ৷"

এভাবে বারবার নারীকে ছোটো করা হয়েছে ৷ নারীকে ঘরবন্দী করার জন্য নানারকম গল্পের ফাঁদ তৈরী করে ধর্মের নামে চালিয়েছে ৷ তাদের ( নারীদের) মগজ ধোলায়ের মাধ্যমে পিতৃতন্ত্রের সংস্কৃতিকে বিশ্বাস করানো হয়েছে ৷

ডাঃ হৈমবতী সেনের (1866-1933) স্মৃতি কথার ভূমিকায় জেরাণ্ডিন ফোর্বস মন্তব্য করেছেন - সে সব মেয়েরা, যাঁরা পিতৃতন্ত্রের প্রতি, তাদের সংস্কৃতির প্রতি বিশ্বস্ত তাঁরা অনেক ক্ষেত্রেই নৈশব্দ্য বজায় রাখেন ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন