লেখার ডাগর মাঠ


সোমবার, ডিসেম্বর ১৯

কবি


ঘাসে বসে-শীত , শিশির বিন্দু
কূয়াশায় ভাসে ,জলের ধূলো
ডাকবাক্সে বন্দি, পত্রালাপ শ্বাস
কি কথা আছে কাছে এসে বলো ।

ফুসফুসে ভাসে , সানাই-এর সুর
পাত্র-পাত্রীর মনে
অলি-গলিতে আসর জমায়
বিসমিল্লা-খাঁ’র গানে ।

----;;;;;-------::::;-------::::;;:;

শীতের রাত্তির লেপে মোড়া যৌন দানা
মৃতুটাকে শাসিয়ে যায় ঝাপসা গরীবানা
মগ্ন মোদীর ডিজিটাল
আজ বাকি নগদ কাল
অন্তময় বিন্দুধ্যান চিতাকাশে আগুন বিকাল ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন