লেখার ডাগর মাঠ


সোমবার, ডিসেম্বর ১৯

কবিতা

হাতে মুঠোর মধ্যে রাত
তাতে দানা দানা অন্ধকার
কেউ একজন সে দানায়
বীর্যের এক্স ওয়াই খুঁজে ।
সন্তান স্নেহ ,সে বড়োই অন্ধ সুশ্রী
মহাভারত তারি পিছু ছুটে মরে
বাবারা প্রেম করে।এক পুরুষ ।
প্রশ্রয় না দিতে ঔরস ভালবাসায় ।
এটা ঘড়ির কাঁটা না, নষ্টতে থামবে
বাতাস ঘর বন্দী ,ভেন্টিতে চড়ুইবাসা
সময় গড়াবে ,তবু দেশ স্বাধীনতার
এক্স ওয়াই খুঁজবে বীর্য্যমাখা তালুতে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন