লেখার ডাগর মাঠ


মঙ্গলবার, অক্টোবর ৯

মহাভারত

কৃষ্ণ কর্ণ

#মহাভারত

শল্য ( মাদ্রীর ভাই ) নিজেই শক্তিমান এক প্রথম শ্রেণীর রাজা । তিনিই বা কোন্ দুঃখে হঠাৎ সসৈন্যে দুর্যোধনের দাসত্ব করতে আসলেন ? তিনিও বলেছেন , তিনি দুর্যোধনের অর্থভোগী দাস ?

স্পষ্টতই বোঝা যাচ্ছে , গল্পটা বানানো । বানানো বলেই চার সম্মানিত ব্যক্তির মুখে একই বয়ান লক্ষ করা যায় । ( চার ব্যক্তি হলেন , ভীষ্ম , দ্রোণ , কৃপা ও শল্য )

হস্তিনাপুর থেকে প্রত্যাবর্তনের সময় কর্ণকে শ্রীকৃষ্ণ দুর্যোধন শিবির থেকে ভাঙিয়ে আনার চেষ্টা করে বিফল হয়েছিলেন ।

কর্ণের কানে কানে তিনি ( কৃষ্ণ ) বললেন , “ শ্রুত হইলাম তুমি ভীষ্মদ্বেষী , সংগ্রামস্থলে ভীষ্ম বর্তমান থাকিতে তুমি যুদ্ধ করিবে না । অতএব যে পর্যন্ত ভীষ্ম নিহত না হয়েছে , সেই পর্যন্ত আমাদের পক্ষহইয়া সংগ্রাম কর । ভীষ্ম নিহত না হইলে পুনরায় দুর্যোধনের পক্ষে হইবে ।” ( ভীষ্ম পর্ব , কালীপ্রসন্ন )

ভগবান ধরা পড়ে গেলেন অতি নিকৃষ্ট মানুষ রূপে । কৃষ্ণ স্বীকার করলেন , তিনি পক্ষপাতহীন নন ।

মহাভারতের এই প্রচারও সুতরাং মিথ্যা । তিনি পাণ্ডবপক্ষীয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন