লেখার ডাগর মাঠ


রবিবার, অক্টোবর ৭

মহাভারত

দুর্যোধন

বিদুর তাঁর শিখাধারী ব্রাক্ষণগোষ্ঠীসহ উথ্থাপন করলেন , অদ্ভূত দাবি । বললেন , রাজা ধৃতরাষ্ট্রের উচিৎ , এই মুহুর্তে তাঁর প্রথমজাত সন্তানকে পরিত্যাগ করা । কেননা সন্তানটি বিবিধ দুর্লক্ষণ নিয়ে জন্মগ্রহন করেছে । তার জন্মমূহুর্তে দেখা যাচ্ছে সমঊহ অশুভ চিহ্ন ।

কি সেই দুর্লক্ষণ ?

মহাভারত বলেছেন , “ সে সময় বায়ু প্রবলবেগে বহিতে লাগিল , দিগদাহ আরম্ভ হইল । ফলতঃ তৎকালে অশেষাবিধ অমঙ্গলসূচক ঘটনা উপস্থিত হইল ।

হতে পারে দুর্যোধন জন্মকালে প্রচণ্ড ঝড় ও ব্রজঘাত হয়েছিল । সম্পূর্ণ প্রকৃতির ঘটনা । কিন্তু শ্রীকৃষ্ণের জন্মকালেও তো এমন প্রকৃতি ছিল । তিনি হয়ে গেলেন ভগবান আর দুর্যোধন হয়েগেলেন দুরাত্মা !

দুর্যোধনের জন্ম হয়েছিলে চৈত্রমাসের কাক ভোরে ( রাত্রী ছয় ঘটিকায় )

কোনো মানুষ দুরাত্মা ও পুণ্যাত্মা হয়ে জন্ম গ্রহন করেন না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন