লেখার ডাগর মাঠ


রবিবার, অক্টোবর ৭

মহাভারত

শ্রীকৃষ্ণ

মহাভারতে ও পুরানে কৃষ্ণের জন্ম কর্ম জাতি ও বাসস্থানের ইতিহাস পাওয়া যায় । যে ঈশ্বরের জন্ম কর্ম ও কোষ্ঠী আমরাই তৈরী করতে পারি তাঁকে আর ভগবান বলে খাতির করতে যাব কেন ?

মহাভারতীয় তথ্যই বলছে , বাসুদেব কৃষ্ণ স্বয়ং নারায়ন নন , কিন্তু লক্ষ্মীদেবী নারায়নেরই প্রিয়তমা । তাই তাঁকে নারায়ন বানানো হলে এবং কৃষ্ণপ্রিয়ার বদলে বিষ্ণুপ্রিয়াকে আমদানি করা হলে আমদানিকারকে হয় ভেজাল দাতা বলব , নয় তো বলব , চোর ।

কেননা কৃষ্ণ  চরিত্রকে ভগবানত্বে প্রতিষ্ঠিত করার জন্য মহাভারত কারকে যত গল্প রচনা করতে হয়েছে, সেগুলির চাপে বহু সত্য শ্বাসরুদ্ধ হয়ে সমাধিস্থ হয়ে গেছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন