লেখার ডাগর মাঠ


রবিবার, অক্টোবর ৭

রামায়ণ

বাল্মীকি মরা মরা নাম করে সিদ্ধিলাভ করেন নি । এ কথা মূল রামায়ণে নাই । কিন্তু কৃত্তিবাস লিখেছেন--

মড়া নয় মরা বলি জপ অবিশ্রাম

..............................................

মরা মরা বলিয়া আইল রাম নাম
পাইল সকল পাপে দস্যু পরিত্রান ।
তুলারাশি যেমন অগ্নিতে ভষ্ম হয়
একবার রাম নামে সর্ব পাপ ক্ষয় ।।

রাম নাম জপে সর্ব পাপক্ষয় হয় একথা বাল্মীকি লেখেন নাই । ( মরা মরা জপের রহস্য পড়ুন ধর্ম ও সাধনা ঘিরে সংস্কার )

@ রামের জন্মের ৬০,০০০ বছর পূর্বে বাল্মীকি রাময়ণ রচনা করেছেন একথা মিথ্যা । রাম ছিলেন বাল্মীকির সমসাময়িক । মূল রামায়ণে স্পষ্ট উল্লেখ আছে-

প্রাপ্ত রাজ্যস্য রামস্য বাল্মীকি ভগবান ঋষিঃ
চকার চরিতং কৃৎস্নং বিচিত্র পদমর্থবৎ ।। ১
( আদি কান্ড ৪ সর্গ ১ম শ্লোক )

★ কৃত্তিবাস বর্ণিত রামচন্দ্রের দূর্গাপূজা বা অকাল বোধন বাল্মীকি রামায়ণে নাই । ( সূত্র - ধর্ম ও সাধনা ঘিরে সংস্কার )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন