লেখার ডাগর মাঠ


রবিবার, অক্টোবর ৭

মহাভারত

মহাভারতে প্রধান তিন :

দুর্যোধনের প্রতিজ্ঞা, ‘ বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী । ’ যদি এই প্রতিজ্ঞা কেবলমাত্র তাঁর ব্যক্তিগত অহঙ্কার হত , তবে তিনি কুরুক্ষেত্রে তামাম ভারতবর্ষকে তাঁর অনুগামী হিসেবে লাভ করতে সমর্থ হতেন না ।

মহাভারতের তিন প্রধান ভীষ্ম , দ্রোন ও কৃপ দুর্যোধনের সঙ্গে ছিলেন । যুদ্ধে তাঁরাই বা নিরপেক্ষ থাকতে পারলেন না কেনো ?

ভীষ্মের উক্তি ছিল , “মানুষ টাকার দাস , অন্নের দাস , তাই দাসত্ব নিবন্ধন তাঁকে দুর্যোধনের চাকরি করতে হচ্ছে ।” এও কি একটা যুক্তি ? অন্তত সর্বত্যাগী ভীষ্মের মুখে এ যুক্তি বসালে কোন্ যুক্তিবাদীর  সন্দেহ উদৃক্ত না হয়ে পারে ? দ্রোণ তো উভয় পক্ষেরই অস্ত্রগুরু । অর্জুন তার প্রিয়তম শিষ্য ।তা তিনিও কোন্ বিশেষ কারণে গেঁথে রইলেই রাজা দুর্যোধনের শিবিরে ? শিক্ষাগুরু কৃপাচার্যের বৃদ্ধ বয়সেও কি লোভই ছিল নিরপেক্ষতা অবলম্বনের প্রধান বাধা ?

     সূত্র- কুরুক্ষেত্রে দেবশিবির

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন