লেখার ডাগর মাঠ


সোমবার, অক্টোবর ১

মনু কে ?

বৈদিক বা সনাতনী হিন্দু ধর্ম যাঁর বিধানকে অভ্রান্ত বলে মান্য করেন , তাঁর নাম ‘মনু'
মনুকে হিন্দু আইনের রচয়িতা বলাটা বোধহয় ঠিক হল না । মনু এসব শুনেছিলেন ব্রহ্মার কাছ থেকে । এই ব্রহ্মাই এই ধর্মীয় বিধানের স্রষ্টা । কিন্তু আজ এই মনুবাদ হিন্দু সমাজে প্রশ্নের মুখে । এবার আসুন দেখা যাক...

মনু কে ?

এই প্রসঙ্গে হিন্দু শাস্ত্রকারদের বক্তব্য ঋজু ও স্পষ্ট , মনু কোন রমনীর গর্ভজাতপুরুষ নন । ব্রহ্মার দেহ থেকে মনুর সৃষ্টি । মনু প্রজা সৃষ্টির মানসে তপস্যা করে সৃষ্টি করলেন দশজন মহর্ষি প্রজাপতি । দশ প্রজাপতি আবার মহা তপস্যায় বসে সৃষ্টি করলেন সপ্ত মনু । শুধু কি তাই !  সেসব দেবতাদের ব্রহ্মা সৃষ্টি করেননি , সেই সব দেবতাদের সৃষ্টি করলেন মনু সৃষ্ট দশ প্রজাপতি । এদিক থেকে বলা যায় দেবতাদের ঠাকুরদা । তারপর দশ প্রজাপতি সৃষ্টি করলেন দেবতাদের বাসস্থান । বুঝুন কাণ্ড ; দেবতাদের নিজেদের মাথা গোঁজার ঠাঁই করে নেবার খ্যেমতা নেই , মানুষের মনস্কামনা পূর্ণ করার বড় বড় বুকনি ।

মনুর স্ত্রী শতরূপা , ছেলে প্রিয়ব্রত ও উত্তানবাদ । কন্যা-আকুতি , দেবহূতি ও প্রসূতি । মনুর ছেলে মেয়েদের থেকেই নাকি মানুষ বা মানবজাতির বিস্তার । মনুর বংশধর বলেই এদের নাম হয়েছিল ‘ মানুষ ’ ।

বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিতত্ত্ব । ডারউইনের বিবর্তনবাদ , সবকিছুকে ছেঁটে নস্যাৎ করে দিয়েছে মনুসংহিতা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন