লেখার ডাগর মাঠ


রবিবার, অক্টোবর ৭

মহাভারত

শ্রীকৃষ্ণ
``````````````

কৃষ্ণ নিহত হয়েছেন সামান্য এক ব্যাধশরে । যার অর্থ , অনার্য বীরের অস্ত্রাঘাতে তাঁকে নিতান্ত মামুলীভাবে মরতে হয়েছে । আর মহাভারতের মুখ্যচরিত্র অর্জুন অতি দীনভাবে পরাজিত হয়েছেন সামান্য কতিপয় ডাকাতের হাতে পড়ে । এঁদের বীরত্বের বহর দেবতাদের ও জানা ছিল না । কৃষ্ণের মুখে তার স্বীকৃতিও পাওয়া যায় । যুদ্ধান্তে কৃষ্ণ বলেছিলেন , যুদ্ধের আগেই কংস জরাসন্ধ শিশুপালের মতো দেশীয় বীরদের কৌশলে নিহত করা না হলে এবং যুদ্ধের নিয়মানুন যথাযথ মান্য করে পাণ্ডবরা যুদ্ধ করলে পাণ্ডবপক্ষের পরাজয় ছিল অনিবার্য ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন